শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম ::

তালেবান দেশের ক্রিকেটের উন্নতি করতে চায় : কোচ ল্যান্স ক্লুসনার

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২ অক্টোবর, ২০২১

আফগানিস্তানের প্রধান কোচ ল্যান্স ক্লুসনারের সামনে এখন বড় চ্যালেঞ্জ। চলতি মাসেই নিজের ক্রীড়া জীবনের অন্যতম কঠিন পরীক্ষার মুখোমুখি হতে চলেছেন তিনি। কারণ তিনি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের সাফল্যের জন্য অঙ্ক কষা শুরু করে দিয়েছেন। তবে টুর্নামেন্টের প্রস্তুতির জন্য অধীর অপেক্ষায় প্রতীক্ষা করছেন তিনি। তবে পরিবর্তিত রাজনৈতিক কারণে আফগানিস্তান দল এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করতে না পারলেও ক্লুসনার জানান, যারা বর্তমানে দেশের ক্রিকেটের দেখাশোনা করছেন, তারা দলকে সমর্থন করছেন এবং তারা তাদের দেশের ক্রিকেটের উন্নতি করতে চান।
ক্লুসনার বলেন, ‘(তালেবান) ক্রিকেটের প্রচার ও সমর্থন করার চেষ্টা করছে। যেকোনো উপায়ে ক্রিকেটকে চালিয়ে যাওয়ার জন্য তারা সমর্থন করছেন এবং তারা খুবই খুশি। তারা অত্যন্ত সহায়ক। এটি দেশের জন্য, মানুষের জন্য একটি বিশাল, বিশাল পরিবর্তন।’
দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এবং ১৯৯৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের অন্যতম তারকা ক্লুসনার বর্তমানে ডারবানে আছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আফগানিস্তান দলকে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়ার জন্য তিনি অপেক্ষায় রয়েছেন। ক্লুসনার বিশ্বাস করেন, রশিদ খান, মুজিব উর রহমান এবং মুহাম্মদ নবিদের নেতৃত্বে আফগানিস্তান বিশ্বের অন্যতম সেরা স্পিন আক্রমণ। খুব শিগগিরই সংযুক্ত আরব আমিরাতে উড়ে যেতে চাইছেন আফগান কোচ। তিনি বলেন, ‘আমরা কমপক্ষে এক মাসের শিবিরের পরিকল্পনা করেছিলাম (সংযুক্ত আরব আমিরাতে) কিন্তু আমরা এখনো ভিসার অপেক্ষায় রয়েছি, তাই এটি আর করা যাবে না। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছানোর চেষ্টা করব।’ নিজের দলের স্পিন আক্রমণ নিয়ে গর্বিত ক্লুসনার। তিনি বলেন, ‘আমরা ভাগ্যবান যে আমাদের ছেলেদের বেশ কয়েকজন টি-টোয়েন্টি লিগে বিভিন্ন জায়গায় খেলে। আমি মনে করি আমরা বিশ্বের সেরা স্পিন আক্রমণ পেয়েছি। যদি সেখানে একটু বল ঘোরে, তাহলে আমরা যেকোনো দলকে প্রশ্নের মুখে ফেলে দিতে পারব।’ সূত্র : হিন্দুস্থান টাইমস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com