শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::

নগরকান্দায় উৎসাহ উদ্দীপনায় আজ হতে শুরু হচ্ছে সনাতনধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা

বেলায়েত হোসেন লিটন নগরকান্দা (ফরিদপুর) :
  • আপডেট সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১

ফরিদপুরের নগরকান্দায় উৎসাহ উদ্দীপনায় আজ হতে শুরু হচ্ছে সনাতনধর্মালম্বীদের সব চাইতে ধর্মীয় বড় উৎসব  শ্রী- শ্রী শারদীয় দূর্গাৎসব -দূর্গাপূজা। আজ সোমবার ষষ্ঠী পূজার মাধ্যমে পাঁচ দিন ব্যাপী এই ধর্মীয় উৎসব  শুরু হচ্ছে। আগামী শুক্রবার দশমী পূজার পর দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসবের। এ বছর দূর্গাদেবী ঘোড়ায় আগমন করবে আর গমন করবে দোলায়। নগরকান্দায়  এবছর ৬৩ টি দূর্গা মন্দিরে পূজারীরা তাদের পূজা অর্পণ করবে। পৌরসভার বালিয়া গ্রামের (মধ্যপাড়া) ডাঃ রনদা প্রসাদ সরকার এর পারিবারিক পূজা মন্দির, নগরকান্দা সদর বাজার স্বার্বজনীন কেন্দ্রীয় মন্দির, নগরকান্দ টলারঘাটা স্বার্বজনীন পূজা মন্দির, জগদিয়া বালিয়া বটতলা দূর্গা মন্দির, গাং জগদিয়া স্বার্বজনীন পূজা মন্দির, চৌমুখা স্বার্বজনীন পূজা মন্দির, করপাড়া স্বার্বজনীন পূজা মন্দির, চৌমুখা ভূঁইয়াবাড়ী দূর্গা মন্দির, স্বর্গীয় বাবু ভীম রঞ্জনের পারিবারিক পূজা মন্দিরসহ সকল মন্দির সেজেছে অপরুপ সৌন্দর্যের সাঁজে।  প্রস্তুত এখন মন্দিরে অবস্থান নেওয়া দূর্গাদেবী উপজেলা  নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন দূর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে সকল মন্দিরে। নিয়মিত পরিদর্শনও করছি মন্দিরগুলো।  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা বিপ্লব বলেন আইন শৃঙ্খলা বাহিনী যথার্থ মোতায়েন করা হয়েছে। তাছাড়া পুলিশ টিম বিশেষভাবে নজরদারি রাখছে প্রতিটি মন্দিরে। মন্দির কমিটির প্রতিনিধিদের সকল নিয়ম কানুন সম্পর্কে অবহিত করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com