শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::

মতলব উত্তরের মোহনপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের মতবিনিময়

জাকির হোসেন বাদশা মতলব উত্তর :
  • আপডেট সময় সোমবার, ১১ অক্টোবর, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পেতে চায় তৃণমূল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। রোববার দুপুরে আসন্ন ইউপি নির্বাচন কেন্দ্র করে মোহনপুরে আয়োজিত ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তৃণমূল নেতাকর্মীরা এই দাবী জানান। এরআগে গত শনিবার ও শুক্রবার সকল ওয়ার্ডের তৃণমূল নেতৃবৃন্দ মোহনপুর ইউনিয়নে কাজী মিজানকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে সমর্থন জানান। বিগত দিনে সুখে দুঃখে ইউনিয়নবাসীর পাশে ছিলেন তিনি। রোববারের মতবিনিময় সভায় মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, উপজেলা আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট দানবীর ও মোহনপুর পর্যটন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান। সভা পরিচালনা করেন উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান ও মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়। প্রধান অতিথি চেয়ারম্যান প্রার্থী কাজী মিজানুর রহমান বলেন, আমি আপনাদের সেবক হয়ে এখন যেভাবে আছি আগামীতেও থাকবো। আপনাদের দাবীর প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি মনে করেন আমাকে নৌকা প্রতীক দিবেন, তাহলে আমি অবশ্যই বিপুল ভোটে জয়ী হবো। এবং মোহনপুরকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ো তোলবো। তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বিশ্ব মানবতার মা শেখ হাসিনা নিজের জীবন বাজি রেখে যে উন্নয়ন করছেন। তা সারাবিশ্বে প্রশংসার দাবীদার হয়ে উঠেছে। নিজেদের টাকায় পদ্মা সেতু হল, কর্ণফুলী টানেল হল। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। দেশের বড় প্রকল্প হচ্ছে বিদেশীদের টাকা ছাড়া। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নত রাষ্ট্র হিসেবে সীকৃত। তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নকে আরো গতিশীল করি। কোন ষড়যন্ত্র করে লাভ নেই। শেখ হাসিনা একজন বিশ্বনেত্রী, তিনি এসব ষড়যন্ত্রকে পরোয়া করেন না। কাজী মিজানুর রহমান বলেন, আগামী ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থী দেখে প্রধানমন্ত্রী নৌকা প্রতীক দিবেন। যারা দলের জন্য এবং জনগণের জন্য কাজ করে। সুতরাং আমার কোন ভয় নেই। আমি ইউনিয়ন বাসীর জন্য যা করেছি তার প্রেক্ষিতে আমিই নৌকা প্রতীক পাবো বলে শতভাগ বিশ্বাস করি। এই মোহনপুরে অনেক ষড়যন্ত্র হচ্ছে। মোহনপুরের জনগণ সকল ষড়যন্ত্র রুখে দিয়ে নৌকার বিজয়ী নিশ্চিত করবে। আমিও জনগণের সেই ভালবাসা নিয়ে দল আমাকে মনোনয়ন দিলে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে বিপুল ভোটে বিজয়ী হবো। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অ্যাড. নুরুল আমিন রুহুল এবং উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের জন্য দোয়া চান। সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবু রাধেশ্যাম সাহা চান্দু, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ওহেদুজ্জামান মিলন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য আহমেদ উল্লাহ হাসান, মোহনপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মানছুরা বেগম, সাধারণ সম্পাদক লাভলী আক্তার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজ সরকার, ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি হাফেজ আনোয়ার, ৮নং ওয়ার্ড সদস্য গোলাম হোসেন মেম্বার, ৯নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, প্রবীন শিক্ষক মনোরঞ্জন বাবু, মনজুর আহমদ, আব্দুল হালিম, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মনির, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক কুদ্দুস, যুবলীগ নেতা মুক্তার, হিরণ, রুবেল প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com