শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::

দুর্দান্ত মেসি, উড়ে গেল উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১১ অক্টোবর, ২০২১

সামনে থেকে নেতৃত্ব দিলেন লিওনেল মেসি। করলেন গোল। অন্যদের গোলেও রাখলেন পরোক্ষ অবদান। বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলে সোমবার ভোরে (বাংলাদেশ সময়) দারুণ জয় পেল আর্জেন্টিনা। ঘরের মাঠে উরুগুয়েকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যারাডোনার উত্তরসূরীরা। আগের ম্যাচে প্যারাগুয়ের সাথে ড্র করেছিল আর্জেন্টিনা। এবার ওই হতাশাকে এঁটে থাকতে দেননি মেসিরা। সাবলীল জয়ে কক্ষপথে ফিরলো দলটি। তবে একই দিনে জয়ের দেখা মেলেনি ব্রাজিলের। বিশ্বকাপ বাছাইয়ে ৯ ম্যাচ জয়ের পর প্রথমবারের মতো ড্র করেছে সেলেকাও শিবির। কলম্বিয়ার সঙ্গে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এল মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে দুটি গোলের দেখা পেয়ে যায় আর্জেন্টিনা। শুরুটা করেন লিওনেল মেসি। ৩৮ মিনিটে চেলসোর পাসে উরুগুয়ের জাল কাঁপান তিনি। লিড নেয় আর্জেন্টিনা। এর ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো ডি পল।
দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে আর্জেন্টিনার হয়ে তৃতীয় গোলটি করেন মার্টিনেজ। গোলটির অ্যাসিস্ট করেন চেলসো। তিন গোল হজম করা উরুগুয়ে শেষের দিকে কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। বল দখলে শতকরা ৬৩ ভাগ ছিল আর্জেন্টিনার। ২৩ টি শটের ১০টি ছিল গোলপোস্টে। সেখানে ১০টি শটের মধ্যে ৬টি লক্ষ্যে রাখতে পেরেছিল উরুগুয়ে। কিন্তু বারবার বাধা হয়ে দাড়িয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক ও ডিফেন্ডাররাা। লাতিন আমেরিকা অঞ্চলে বাছাই পর্বে ১০ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শুরু থেকেই শীর্ষে আছে ব্রাজিল। সমান ম্যাচে ছয় জয় ও চার ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। সেখানে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে উরুগুয়ে-কাভানির উরুগুয়ে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের এই প্রতিযোগিতায় সেরা চার দল সরাসরি খেলবে ২০২২ কাতার বিশ্বকাপের মূল পর্বে। পাঁচ নম্বর দলটির সুযোগ থাকবে প্লে অফ খেলার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com