শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::

জালালাবাদে অসহায় পরিবারে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন আলমগীর তাজ জনি

শেফাইল উদ্দিন কক্সবাজার সদর :
  • আপডেট সময় সোমবার, ১১ অক্টোবর, ২০২১

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়ন ৮ নাম্বার ওয়ার্ড বিএনপির সাবেক সিঃ সহসভাপতি বিএনপির নিবেদিত প্রাণ মরহুম আব্দুস সালামের অসহায় পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা করেছেন জাতীয়তাবাদী দল (বিএনপি) ঈদগাঁও উপজেলার সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি? সোমবার (১১ অক্টোবর) ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন জালালাবাদ ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সফল রাজনীতিবিদ আলমগীর তাজ জনির সার্বিক সহযোগিতায় মৃত বিএনপি পাগল আব্দুস সালামের বাড়িতে নগদ টাকা ও চাউলের বস্তা, তেল, পেঁয়াজ, রসুন, ডাল, আদা, ময়দা, চিনি, সেমাই, কেক, মুড়ি, লবণ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেন? এসময় উপস্থিত ছিলেন জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জাকারিয়া মেম্বার, সাধারণ সম্পাদক মামুন সিরাজুল মজিদ,সিঃ সহসভাপতি এচারু, স্থানীয় মুরব্বি মকবুল আহমদ, বিএনপি নেতা শামসুল আলম সহ আরো কয়েকজন। সংসার চালাতে হিমশিম খাওয়া মৃত বিএনপি নেতার স্ত্রী খুরশিদা আক্তার নগদ অর্থ সহযোগিতা ও খাদ্য সামগ্রী পেয়ে তিনি বিএনপির সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল ও আগত নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২০১৮ সালের ৩ আগষ্ট পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারের বাসিন্দা হন বিএনপি পাগল আব্দুস সালাম। মৃত্যু কালে স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে যান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com