শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::

কোটালীপাড়ার ৩০৩টি দুর্গাপূজা মন্ডপে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৩০৩টি দুর্গাপূজা মন্ডপে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপজেলার কেন্দ্রীয় দুর্গাপূজা মন্ডপের সভাপতি কৃষ্ণ চন্দ্র দে’র হাতে অনুদানের অর্থ তুলে দিয়ে অনুদান প্রদান কর্মসূচি শুরু করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি মনিন্দ্রনাথ হালদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, কৃষ্ণ প্রসাদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাদল, রুহুল আমিন খান, আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম রুনি, মাজাহারুল আলম পান্না, আতিকুজ্জামান খান বাদল, মিজানুর রহমান বুলবুল, এডভোকেট বিজন বিশ^াস, শেখ টুটুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন হাজরা, স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবলু হাজরা, যুবলীগ নেতা বুলবুল আহম্মেদ হাজরা উপস্থিত ছিলেন। এর আগে অনুদানের অর্থ বন্টন উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুজ্জামান খান মিলন, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরাসহ দলীয় নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। এছাড়া কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছাইদ শিকদার, কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইকেল ওঝা, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হান্নান শেখ, রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন বালা, রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমৃত লাল হালদার, জেলা পরিষদ সদস্য মাজাহারুল আলম পান্না, শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যজ্ঞেশ^র বৈদ্য অনুপ নিজ নিজ এলাকায় ব্যক্তিগত পক্ষ থেকে দুর্গাপূজা মন্ডপে অনুদান প্রদান করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াস বলেন, দুষ্টের দমন ও শিষ্টের পালনে প্রতি বছর এই পৃথিবীতে মা দেবী দুর্গার আগমন ঘটে। মা যেন শত্রুদের নাশ করে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে রক্ষা করে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা তার ব্যক্তিগত পক্ষ থেকে এ উপজেলার ৩০৩টি দুর্গাপূজা মন্ডপে ৩লক্ষ ৩হাজার টাকা অনুদান দিয়েছেন। এছাড়াও সরকারি ভাবে প্রতিটি পূজা মন্ডপে ৫শত কেজি করে চাল দেওয়া হয়েছে। আমরা দলীয় নেতা কর্মীরা অনুদানের অর্থ মন্ডপে মন্ডপে গিয়ে বিতরণ করেছি। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাদল বলেন, মানবতার মা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শাসন আমলে এ দেশের সব ধর্মের মানুষেরা নির্বিঘেœ শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করতে পারছে। আমরা কোটালীপাড়াবাসী সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের প্রিয় নেত্রীকে দীর্ঘায়ু দান করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com