শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::

এই সরকারের অধীনে কোন নির্বাচন নয়- সালাউদ্দিন সরকার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

গাজীপুর মহানগর বিএনপি’র আহ্বায়ক সালাউদ্দিন সরকার বলেছেন, আমরা আগামীতে গাজীপুর মহানগর বিএনপি’র আর কোন কর্মসুচী পুলিশের অনুমতি নিয়ে করবো না। আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবো, আমাদের সভা সমাবেশ করার অধিকার আছে এবং মাইক ব্যবহার করার অধিকার আছে। আপনারা মামলা দেবেন দেন গুলি করবেন করেন আমরা বুক পেতে দেব, আমরা আপনাদের বিপরীতে কোন হামলা করবো না। সোমবার সকালে টঙ্গীর আউচপাড়া এলাকায় পশ্চিম থানা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এই সরকারের অধীনে আর কোন নির্বাচন নয়, এই সরকারের পতন করেই তত্তাবদায়ক সরকারের অধীনে নির্বাচনে যাব এবং দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আমাদের মহাসচিব সর্বদলীয় ঐক্যের একটা রুপরেখা তৈরী করছেন। খুব দ্রুতই ডাক আসবে সকলেই কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচীতে ঝাপিয়ে পরবেন, হামলা হবে, মামলা হবে, গ্রেফতার হবেন কোন ভয় নাই, যারা আহত হবেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে, যাদের বিরুদ্ধে মামলা হবে তাদের জামিনের ব্যবস্থা করা হবে। আন্দোলনে অংশ নেওয়া সকলের দায় দায়ীত্ব বিএনপি গ্রহন করবে। টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক শেখ মোঃ আলেকের সভাপতিত্বে সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চলনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব সোহরাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন সরকার, জয়নাল আবেদিন -ভিপি, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মাহমুদুল হাসান মিরন, শেখ মোঃ সুমনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com