শুরু হয়েছে সনাতন হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারর্দীয় দূর্গা পূঁজা। করোনা কারনে স্বাস্থ্য বিধি মেনে কুমিল্লার দেবিদ্বারে ৯০টি পূজা ম-বে শারর্দীয় দূর্গা পূঁজা শুরু হয়েছে। মঙ্গলবার দিন ব্যাপী দেবিদ্বার উপজেলার সুলতানপুর, মোহনপুর, এলাহাবাদ, জাফরগঞ্জ ও গুনাইঘর ইউনিয়নের সকল পূজা মন্ডপ পরিদর্শন করেন কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল। এই শারর্দীয় দূর্গা পূঁজা শান্তি পূর্ন ভাবে সফল করার লক্ষে প্রতিটি মন্ডবে গিয়ে খোঁজ খবর নিয়ে তার ব্যাক্তিগত তহবিল থেকে পূজা মন্ডপের সভাপতি/ সাধারণ সম্পাদকের নিকট ২টি করে কাপড় উপহার দিচ্ছেন। প্রধান অতিথি এমপি রাজী ফখরুল কয়েকটি মন্ডবে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্যে বলেন, বিগত চারদলীয় জোট সরকারের আমলে হিন্দু সম্প্রদায় বিভিন্ন নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছিলো। বাংলাদেশে আর কোন সরকার পারেনি হিন্দু সম্প্রদায়াকে এতো নিরাপত্তা দিতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সরকার আপনাদের শতভাগ নিরাপত্তা দিয়েছেন। তাই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেনে তা অব্যাহত রাখতে এই সরকার কে বার বার ক্ষমতায় আনতে হবে। এসময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি হাজী মোঃ আবুল কাশেম ওমানী, দেবিদ্বার থানার ওসি মোঃ আরিফুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক জি.এস মান্নান মোল্লা, সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগ নেতা ও প্রভাষক মোঃ সাইফুল ইসলাম শামিম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান সুমন, পূজা উদযাপন কমিটির দেবিদ্বার শাখার সভাপতি জীবন চন্দ দাস, সাধারন সম্পাদক মানিক চক্রবর্তী, জেল পরিষদ সদস্য শাহজান সরকার, এলাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শিরাজুল ইসলাম ,মোহনপুর ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহাদৎ হোসেন মিঠু, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ নুরুল আমিন, মোঃ সাদ্দাম হোসেন, লিটন সরকার, ব্যাবসায়ী মোঃ আনোয়ার হোসেন, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইকবাল হোসেন রুবেল, কলেজ ছাত্রলীগের সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক কাজী সিহাব, পৌর ছাত্রলীগের সভাপতি সাব্বির আহাম্মেদ পলাশ, সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ আওয়ামীলীগের অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীগন।