শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন

পদ্মা সেতু হয়ে সরাসরি যাওয়া যাবে কলকাতা: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, ট্রেনযোগে ২০২৪ সালের মধ্যেই পদ্মা সেতু হয়ে সরাসরি কলকাতা যাওয়া সম্ভব হবে। নেত্রকোনা বড় স্টেশন প্লাটফর্ম আধুনিকায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে গতকাল শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, সারাদেশের প্রত্যেকটি মিটারগেজ লাইনকে ডাবল লাইন ও ব্রডগেজ লাইনে উন্নীত করা হবে। এছাড়াও সুনামগঞ্জের ছাতক হয়ে মোহনগঞ্জের রেললাইন উন্নীত করা হবে। এতে করে নেত্রকোনার সঙ্গে সিলেটের যোগাযোগ সহজ হবে। বাংলাদেশ রেলওয়ের পূর্ব-মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে নেত্রকোনা বড়স্টেশন প্লাটফর্মে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— স্থানীয় সংসদ সদস্য সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। অন্যানের মাঝে উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুনসী, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানসহ আরও অনেকেই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com