বারপুর মোড়ে আনসার আলী গ্যারেজে বগুড়া জেলা রিক্সা/ভ্যান মালিক সমিতির এক সভা সরকারি আজিজুল হক কলেজের সাবেক ভিপি ও জি,এস এ্যাডঃ ইমদাদুল হক ইমদাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় রিক্সা/ভ্যানে বিদ্যুতের ব্যবহারে অটো অটোতে পরিনত হয়েছে। ডিজিটাল বাংলাদেশে তাই এর ব্যবহার ক্ষেত্র নিরাপদ করতে গতি নিয়ন্ত্রণ মালিকানা নাম্বার, মালিক সমিতির রেজিষ্ট্রেশন প্রদান, প্রশাসন কর্তৃক অহেতুক হয়রানি বন্ধ, পৌরসভা কর্তৃক ষ্ট্যান্ড গুলোতে সাইনবোর্ড স্থাপন,পৌর নতুন অটো রিক্সা/ভ্যানে নাম্বার প্রদান ও নবায়ন দাবি গুলোকে সামনে রেখে অটো রিক্সা/ভ্যান মালিকদের সর্ব সম্মতিতে এ্যাডঃ ইমদাদুল হক ইমদাদকে সভাপতি মীর মোঃ সবুজ ও মোজাম মন্ডলকে সহ সভাপতি, অধ্যক্ষ সহিদুল ইসলাম দুলুকে সাধারন সম্পাদক, জিল্লু রহমান ও মনির হাসানকে যুগ্ন সাধারন সম্পাদক এবং সুজ্জাতুল আলম সুজাতকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ঠ অটো রিক্সা/ভ্যান মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। উক্ত সভায় আরোও বক্তব্য রাখেন অধ্যক্ষ সহিদুল ইসলাম, মীর সবুজ, জিল্লুর রহমান, ইমদাদুল হক, লতিফুল বারি, রফিকুল ইসলাম, হিটলু, সাজ্জাদ হোসেন, মোজাম, আঃ হামিদ, আঃ সাত্তার, মুন্সি, মনির, রায়হান, মানিক, সুজ্জাতুল আলম সুজা প্রমুখ।