পলাশবাড়ীতে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে আপন ভাই কর্তৃক ছোট ভাইয়ের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে। বাড়ীতে যাতায়াত করতে হচ্ছে ঝোপ-ঝাড় ও জমির আইল দিয়ে। সরেজমিনে গিয়ে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের মহদীপুর উত্তরপাড়া গ্রামের মৃত আঃ রহিমের ছেলে মতিয়ার রহমানের বাড়ীর সামনে বড় ভাই মতলুবর রহমান ও মতিয়ার রহমান ৭ শতক জমি ক্রয় করেন। উক্ত জমির রাস্তার পাশের্^ বড় ভাই মতিয়ার রহমান অর্ধেক ভাগ নেয়। অপর পাশের্^ মতলুবর রহমানকে ভাগ অর্ধেক দেয়। দীর্ঘদিন যাবৎ তাদের পুরাতন বাড়ীর ভিতর দিয়েই মতিয়ার রহমান ও তার পরিবারের লোকজন যাতায়াত করে আসছিল। পারিবারিক দ্বন্দ্ব কলহকে কেন্দ্র করে তাদের বাড়ীর ভিতরের রাস্তা মতলুবর রহমান বন্ধ করে দেয়। ক্রয়কৃত ৭ শতক জমিটিরও চারপাশে বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন মতলুবর রহমান। ফলে ভূক্তভোগী মতিয়ার রহমান তাদের বাড়ী থেকে যাতায়াত করতে হচ্ছে ঝোপ-ঝাড় ও অন্যের জমির আইল দিয়ে। এব্যাপারে মতিয়ারের বড় ভাই মতলুবর রহমানের সাথে কথা বললে তিনি জানান, জমিজমা নিয়ে যেসব দ্বন্দ্ব আছে সব মিটানোর পর আমি মতিয়ারকে যাতায়াতের রাস্তা দিব। নতুবা ইটভাটা হতে নতুন ইট বাড়ানোর পর আমি ইট দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করে রাস্তা বন্ধ করে দিব।