শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম ::

দৈহারীর বেলেডাঙ্গায় সরকারি প্রাথমিক স্কুলের জায়গার দখলের অভিযোগ

নিয়াজ মোর্শেদ (পিরোজপুর) স্বরূপকাঠি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

জোরজার মুল্লুক তার!” আর সেই নীতি অবলম্বন করে সরকারি প্রাইমারী স্কুলের জায়গা দখলের গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে বেলেডাঙ্গার মিঠু মন্ডলের বিরুদ্ধে। স্থানীয় সূত্র জানায় গত কয়েক বছর ধরে এলাকায় বহুবার জায়গা নিয়ে স্কুলের সাথে দেনদরবার হয়েছে।কিন্তু প্রয়াত নারায়ণ মন্ডলের আত্মীয় স্বজনরা গায়ের জোরে বেআইনী ভাবে জায়গা জমির বন্টন মানতে নারাজ। ভূমি দাতার কাগজ পত্রকেও অস্বীকার করে আসছে। গায়ের জোরে ১৬৩ নং বেলেডাঙ্গা সরকারি প্রাইমারী স্কুলের জায়গায় গাছ রোপন সহ দখল করে রাম রাজত্ব কায়েম করার দুঃসাহস দেখায়। গত শনিবার পূজা উদযাপন উপলক্ষে স্কুল বন্ধ থাকার সুযোগ কাজে লাগিয়ে সরকারি জায়গা দখলের মিশনে নামে মিঠু মন্ডল ও তার বাহিনীররা। এদিকে সরকারি প্রাইমারী স্কুল সংলগ্ন অন্য জায়গায় আছে বেলেডাঙ্গা অনন্ত কুমার নিন্ম মাধ্যমিক বিদ্যালয়। নিন্ম মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাইমারী স্কুল বন্ধ থাকায় মিঠু বাহিনী কৌশল অবলম্বন করে প্রকাশ্যে দখল করার মিশনে নামে। এদিকে স্থানীয় কিছু লোকজন গণ মাধ্যম কর্মীদের অবগত করেন বিষয়টি নিয়ে। জেলার ও স্থানীয় গণ মাধ্যম কর্মীরা সরেজমিনে গিয়ে জায়গা দখলের ভিডিও ফুটেজ ধারণ করেন। মিঠু বাহিনীর লোকজন সাংবাদিকদের ক্যামেরা দেখার সাথে সাথে কাজ বন্ধ করে দেয়। কিন্তু গণ মাধ্যম কর্মীদের ভিডিও ধারণ করতে বারন করেন। এসময়ে উপস্থিত বহু লোকজন গণ মাধ্যম কর্মীদের বহু তথ্য তুলে ধরেন। উপস্থিত সাংবাদিকরা মুহুর্তের মধ্যে সরকারি প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি নিয়ে অবগত করেন। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন।তাৎক্ষণিক ভাবে গণ মাধ্যম কর্মীদের আর এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পূজার সময়ে সব অফিস কার্যক্রম বন্ধ। তারপরও আমি গুরুত্ব সহকারে বিষয়টি নিয়ে তড়িৎ গতিতে তথ্য উদঘাটন করবো ইনশাআল্লাহ। তবে গায়ের জোরে সরকারি প্রাইমারী স্কুলের জায়গা দখলের খল নায়ক বাবু মিঠু মন্ডল গণ মাধ্যম কর্মীদের বলেন, আমি বা আমরা স্কুলের জায়গা দখলের চেষ্টা করিনি। বরং আমাদের বৈধ সম্পত্তির অধিকার আদায় করার মিশনে নেমেছি। আমাদের পরিবার আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই বৈধ অধিকার আছে বিদায় আমরা দখল নিচ্ছি। মিডিয়ার আর এক প্রশ্নের জবাবে মিঠু মন্ডল সঠিক জবাব দিতে পারেনি। মিডিয়ার প্রশ্ন ছিল, আপনাদের জায়গা কিন্তু কেন স্কুল বন্ধ কালিন সময়ে দখলে যাচ্ছেন। এদিকে ১৬৩ নং বেলেডাঙ্গা সরকারি প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক গণ মাধ্যম কর্মীদের বলেন, আমি শান্তি পূর্ণ পরিবেশ বজায় রাখতে বদ্ধ পরিকর। আমার প্রশ্ন হল, মিঠু মন্ডলগংরা যদি জায়গা পায় তাহলে স্কুলের সভাপতি সহ স্থানীয় বহু গণ্য মান্য সুশীল সমাজের লোকজন রয়েছে। সামাজিক ভাবে কার জায়গা তা নিরুপন করাও সম্ভব। কিন্তু স্কুল বন্ধ তাই সেই সুযোগ কাজে লাগিয়ে গায়ের জোরে বেআইনী ভাবে জায়গা দখল করা ঠিক হয়নি। আমার জানামতে সরকারি জায়গা তাই আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার সহ উপজেলা প্রাইমারী শিক্ষা অফিসার রয়েছেন। বিষয়টি বর্তমান সময়ে স্পর্শ কাতর বিদায় আমি নিজস্ব কোন মতামত দেওয়ার এক্তিয়ার আমার নেই। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি সহ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহারুল ইসলামও বিষয়টি নিয়ে অবগত আছেন।তবে সাবেক জনপ্রিয় জেলার মধ্যে একমাত্র মহিলা চেয়ারম্যান দৈহারী ইউনিয়নের গর্ব প্রগতি মন্ডল গণ মাধ্যম কর্মীদের বলেন আমার সময়েতো মিঠু মন্ডল সরকারি প্রাইমারী স্কুলের জায়গা দখল করতে সক্ষম হয়নি। আজ কার ইন্দনে ১৬৩ নং বেলেডাঙ্গা সরকারি প্রাইমারী স্কুলের জায়গা দখল করতে সাহস পায়। স্থানীয় প্রশাসনের প্রতি আকুল আবেদন, মিঠু মন্ডলের মত লোকজনকে কঠিন শাস্তির আওতায় আনা হোক। এদিকে এলাকার একটি পক্ষ জানায়,বেলেডাঙা অনন্ত কুমার নিন্ম মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করতে বহু কাঠখড় পোহাতে হচ্ছে এলাকার বহু সুশীল সমাজের লোকজনদের। আমাদের এলাকায় শিক্ষার আলো ঘরে ঘরে পৌছানোর লক্ষে সমাজ সেবক ও শিক্ষানুরাগী ওমিও বারই দৈহারী ইউনিয়নে গনকপাড়া সংলগ্ন বেলেডাঙ্গা গ্রামে সরকারি প্রাইমারী স্কুলের পাশে নিন্ম মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা করতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে যত্রতত্র ভাবে। এব্যাপারে কথা হয় ওমিও বারই সাথে গণ মাধ্যম কর্মীদের। মিডিয়ার প্রথম প্রশ্নের জবাব মিঠু মন্ডল গায়ের জোরে সরকারি প্রাইমারী স্কুলের জায়গা দখলের চেষ্টা করে। পাশাপাশি আমাদের নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের গাছ বিক্রি করারও দুঃসাহস দেখায়। আসলে এলাকার কিছু কিছু বিপদগামী লোকজন চায়না বেলেডাঙ্গা এলাকায় স্কুল সুপ্রতিষ্ঠিত হোক।মিডিয়ার আর এক প্রশ্নের জবাবে বলেন, মিঠু মন্ডলের উপযুক্ত শাস্তি হোক। উপজেলা নির্বাহী কর্মকর্তাই আইনের ধারায় সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশ বজায় রেখে মিঠু মন্ডলের মত ভূমি খোরদের কঠিন শাস্তির আওতায় আনতে সক্ষম। সর্বশেষ তথ্য মতে, এলাকার সাধারণ মানুষের প্রাণের দাবী, সরকারি প্রাইমারী স্কুলের জায়গা দখলের দুঃসাহস আগামীতে কেহ যেন না দেখাতে পারে। পাশাপাশি প্রকৃত অপরাধীর কঠিন শাস্তি চায় সমগ্র দৈহারী ইউনিয়নবাসীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com