কুড়িগ্রামের উলিপুরে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার প্রচারনা চালাচ্ছেন প্রার্থীরা। এ ধারাবাহিকতায় থেমে নেই ব্রহ্মপুত্র নদ বেষ্টিত উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নেও। বুড়াবুড়ি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান সাবেক সফল ছাত্র নেতা ও বুড়াবুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান এরশাদ। ইতোমধ্যে তিনি সামাজিক, রাজনৈতিক কর্মকান্ডসহ বিভিন্ন দিবসকে কেন্দ্র করে সরব রয়েছেন নির্বাচনী মাঠে। জনপ্রিয়তার দিক থেকেও শীর্ষে রয়েছেন তরুণ এই প্রার্থী। পিছিয়ে পড়া ব্রহ্মপুত্র নদ কবলিত বুড়াবুড়ি ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তর করার ঘোষনাও দিয়েছেন তিনি। জানা গেছে, ২০০৩ থে?কে ২০০৬ সাল পর্যন্ত কুড়িগ্রাম সরকারী কলেজ ছাত্রলীগের সদস্য ছি?লেন আসাদুজ্জামান। ২০১২ থেকে ২০১৫ সালে বুড়াবুড়ি ইউনিয়ন শাখা যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০২০ সাল থেকে বুড়াবুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন তিনি। আসাদুজ্জামানের দাদা খন্দকার উমর আলী বুড়াবুড়ি ইউনিয়নের তিন বারের সফল চেয়ারম্যান হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন। তার পিতা মুক্তিযোদ্ধা একরামুল হক খন্দকার ১৯৯১ থেকে ১৯৯৬ সা?লে ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ২০১৬ সালের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হন এবং চেয়ারম্যান থাকা অবস্থায় ২০১৯ সালে ইন্তেকাল করেন তিনি। আসাদুজ্জামান জানান, গণতন্ত্রের মানস কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে দাদা ও পিতার ধারাবহিকতায় ১৯ বছর ধরে বুড়াবুড়ি ইউনিয়নে ধর্ম-বর্ণ নির্বিশেষে গরীব ও অসহায় মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করে আসছি। বিএনপি জামায়াতের শাসনামলে দলের ক্লান্তিলগ্নে দলীয় নেতা কর্মিদের পাশে থেকে আন্দোলন সংগ্রামে নির্যাতিত হয়েও সকল রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রেখেছি। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে আমাকে দলীয় মনোনয়ন দিলে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হব ইনশাআল্লাহ। নির্বাচিত হলে অত্র ইউনিয়নে সরকার কর্তৃক প্রদানকৃত বয়স্ক-বিধবা ভাতা, গরীব ও দুস্থ্যদের তালিকা প্রনয়ন পূর্বক তাদেরকে বিনামূল্যে সাহায্য প্রদানের ঘোষণাও দেন তিনি।