বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ

সিংড়াতে ই-কর্মাসে সফল উদ্যোক্তা এস এম লিজা আক্তার

সামাউন আলী সিংড়া (নাটোর)
  • আপডেট সময় সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

নাটোরের সিংড়ার মেয়ে এস এম লিজা আক্তার। গত ২০২০ সালের ৩১ আগস্ট উই গ্রুপে জয়েন্ট করেন, তখন মহামারি করোনায় স্কুল কলেজ বন্ধ ছিলো। তখন একাডেমিক অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছিল। ৫ টা পরীক্ষা শেষ হওয়ার পর মহামারি করোনায় পরীক্ষা বন্ধ হয়ে যায়। অনলাইন সেবা উই গ্রুপে সবার কাজ করা দেখে তিনি অনুপ্রাণিত হন, তারপর নিজেও কাজ শুরু করেন। পড়াশুনার চাপ ছিলোনা , সাথে তার বাচ্চার ও পড়ালেখা বন্ধ, স্কুল বন্ধ। বসে না থেকে সখের বসেই বেকারত্ব দূর করার জন্য অনলাইন প্লাটফর্মে উইতে বিজনেস শুরু করেন। ইচ্ছে ছিলো পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করার কিন্তু বিজনেস শুরু করার পর এখন আর চাকরি করার ইচ্ছে নাই। এখন বিজনেসই তার কাছে সব।কারন এই এক বছরে তিনি তার স্বপ্ন পূরণের পথে অনেকটা এগিয়ে গেছে। এক বছরে উই তে সেল করেছে ৪ লাখ টাকার বেশি। উই এর বাহিরেও তার পণ্য দেশের ৩৭ টি জেলায় পৌঁছে গেছে। এস এম লিজা আক্তারের উদ্যোগের শুরু হয়েছিলো হ্যান্ড পেইন্ট দিয়ে কিন্তু বর্তমানে হ্যান্ড পেইন্ট এ সীমাবদ্ধ নয়। এখন হ্যান্ড পেইন্ট এর সাথে খাঁটি ঘি, মধু, শুটকি ও আছে। সিজিনাল পণ্য হিসেবে আছে খেজুরের গুড়। তাঁর ব্যবসায় যুক্ত হয়েছে বোয়াল, ছোল, টাকি, রাইকর, বেলে, পুঠি, চান্দা, চিংরি, টেংরা পাটাসি সহ ২০ প্রজাতির শুটকি। যা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকেন। আম, বরই, জলপাই আচার করেন। খেজুর গুর, থ্রি পিস শাড়ি হ্যান্ড পেইন্ট। ৫/৭ জন তাঁর কাজে সহায়তা করে। হস্তশিল্পে শাড়ি, থ্রি পিস, পাপোস, বিছানার চাঁদর। সিজিনাল পণ্য হিসেবে আছে খেজুরের গুড়। তাঁর পণ্য কুয়েত, আমেরিকা, লন্ডন, ভারতে সরবরাহ করা হয়েছে। দিনে দিনে চাহিদা বেড়েছে। উদ্যোক্তা এসএম লিজা বলেন, আমি সিংড়া গোলই আফরোজ সরকারী কলেজের ব্যবস্হাপনা বিভাগ থেকে বিবিএ সম্মান ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হই। আমার ব্যবসায় সব রকম সাহায্য করে আমার হাসবেন্ড। তার জন্যেই আমি এগোতে পেরেছি। আমার একটাই লক্ষ্য নিজের একটা আলাদা পরিচয় তৈরি করা। আমার ছেলের নাম রাজ্য তাই তার নামের সাথে মিল রেখেই পেজের নাম দেওয়া। আমার পেজের নাম সখের রাজ্য ফ্যাশন। খাবারের পেজের নাম Rajjo’s Dream, তার এই সংসার জীবনের পাশাপাশি ভবিষ্যতে তার এই উদ্যোগকে টিকিয়ে রাখতে চান এবং এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চান। ব্যক্তিগত জীবনে এক সন্তানের জনক। স্বামী আবির,সে ও নিজেকে উদ্দোক্তা হবার চেষ্টায় বিভোর। স্ত্রীর কাজে সময় দেয়ার পাশাপাশি নিজে ও ভালো আর্ট করতে পারেন। সিংড়ার গর্ব এই গুনবতী মেয়েটি তার অক্লান্ত পরিশ্রম, অদম্য মেধা আর চেষ্টা দিয়ে বুঝিয়ে দিয়েছেন মেয়েরা আর কোন কিছুতেই পিছিয়ে নেই, ছেলেদের পাশাপাশি মেয়েরা পর্দায় থেকেও সবকিছুতে পারদর্শী হতে পারে। হাজার ও মেয়ের অনুপ্রেরণা হতে পারে এসএম লিজা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com