শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম ::

গণ আন্দোলনের প্রস্তুতি নিতে হবে সময় কম

জাহিদুল খান সৌরভ শেরপুর :
  • আপডেট সময় সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

শেরপুরে এমরান সালেহ প্রিন্স

দেশেকে, দেশের মানুষকে আওয়ামীলীগের দুঃশাসন মুক্ত করতে হবে। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে দূর্বার আন্দোলনের বিকল্প নাই। শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপি আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এসময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের আগামী দিনের করণীয় নির্ধারণ করছেন। সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবি, পেশাজীবীদের সাথে তিনি কথা বলেছেন। তারা তাকে জানিয়েছেন গণ আন্দোলন ছাড়া বিকল্প নেই। এজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। ডাঃ সেরাজুল হক টেকনিক্যাল এ- কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউটের মাঠে আয়োজিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুছ ছালাম। সভায় উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মো.আব্দুল মান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেজ আলী মামুন, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক মো. হযরত আলী, যুগ্ম সাধারন সম্পাদক মামুনুর রশীদ পলাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্ল্যাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মেহেদী হাসান মামুন, মহিলা দলের সভানেত্রী জেবুন্নেছা হক কোহিনুর, কৃষক দলের আহ্বায়ক মো. সুলতান মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সোহাগ রানা প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com