র্যাব-৫, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির, স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাববর হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়, জয়পুরহাট এবং দিপক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, জয়পুরহাট কর্তৃক ২৫ অক্টোবর সোমবার জয়পুরহাট জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ০৫ ধারা লঙ্ঘনের অপরাধে ১। মোঃ আসলাম হোসেন (৪১), পিতা-মৃত ছালামত আলী দেওয়ান, সাং- দূর্গাদহ বাজার, শ্রী পিন্টু কুমার দাস (২৪), পিতা-প্রহল্লাদ চন্দ্র দাস, দূর্গাদহ বাজার, মালিক শ্রী সুশীল মন্ডল(৪৯), পিতা-মৃত শ্যামল মন্ডল, সাং-দোগাছী, মোঃ আশিক মাহমুদ (২৫), পিতা-ওবায়দুল ইসলাম, সাং-দোগাছী, সর্ব থানা- সদর, জেলা- জয়পুরহাটদেরকে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক জরিমানা করেন। তিনি ১নং প্রতিষ্ঠানকে ১০,০০০/- (দশ হাজার) টাকা, ২নং প্রতিষ্ঠানকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা, ৩নং প্রতিষ্ঠানকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা, ৪। ০৪নং ব্যক্তিকে ৩,০০০/- (তিন হাজার) টাকাসহ সর্বমোট = ২৩,০০০/- (তেইশ হাজার) টাকা অর্থদন্ড প্রদানসহ ১১,০০০ মিটার কারেন্ট জাল ধ্বংস করেন।