নওগাঁর ধামইরহাটে বিএমজেড ও নেটজ বাংলাদেশ এর অর্থায়নে রেজিলিয়েন্স প্রকল্প উপকারভোগীগণকে সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আশ্রয়-রেজিলিয়েন্স প্রকল্প, ধামইরহাট ইউনিট এর আয়োজনে উপজেলার আলমপুর ইউনিয়ন, আড়ানগর, খেলনা, আগ্রাদ্বিগুন ও পাটিচোরা ইউনিয়নের ১শ ২৯ জন উপকারভোগীগণকে সহায়তা প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গণপতি রায়ের সভাপতিত্বে গর্ভবতী দুগ্ধদানকারী এবং বয়স্ক সদস্যদের পুষ্টি প্যাকেজ, বর্ষায় ক্ষতিগ্রস্ত বসত বাড়ি মেরামতের জন্য সদস্যদের টিন ও প্রাণিসম্পদ (ছাগল) সহায়তা প্রদানের আওতায় উপজেলার উপকারভোগী ১শ ২৯ জনের মাঝে টিন ও পুষ্টি বিতরণের আওতায় মাথা প্রতি ১শ জনের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি মশুর ডাল, ২ কেজি আটা, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়েছে। সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী আশ্রয়- ডেভেলপমেন্ট সুপারভাইজার শুবাস মার্ডি, ধামইরহাট শাখার প্রকল্প ব্যাবস্থাপক মো. রবিউল গনি, ধামইরহাট শাখার ইউনিট ম্যানেজার শ্যামলী হাঁসদা, মাঠ সহায়ক মো. জমির উদ্দীন, শুকরা উড়াও, মো. রাশেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।