হজ্জ এজেন্সিজ অব বাংলাদেশ (হাব) চট্টগ্রাম আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সঃ) মাহাফিল ও মেজবান নগরীর ২নং গেইস্থ একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। মিলাদুন্নবী (সঃ) মাহাফিলে বক্তারা বলেন বিশ্বের মহামানব হযরত মোহাম্মাদ (সঃ) আদর্শ লালন করলে সম্প্রিতী রক্ষা করা সম্ভব হবে। মিলাদুন্নবী (সঃ) মাহাফিলে সভাপতিত্ব করেন হাব চট্টগ্রাম চেয়ারম্যান মোঃ শাহআলম। প্রধান অতিথি ছিলেন সাবেক সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন। প্রধান বক্তা ছিলেন হাব সভাপতি এম শাহদত হোসাইন তসলিম। বিশেষ অতিথি ছিলেন আটাব মহাসচিব মাজহারুল হক ভুঁইয়া, আটাব চট্টগ্রাম চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম, হাব সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাওলানা ইয়াকুব শরফতি, বিশেষ আলোচক ছিলেন সিডিএ মসজিদ খতিব ড. গিয়াসউদ্দীন তালুকদার, সঞ্চালনা করেন হাব ও আটাব চট্টগ্রামের মহাসচিব মাহামুদুল হক পেয়ারু। মিলাদুন্নবী (সঃ) মাহাফিলে বক্তব্য রাখেন আবু মুহাম্মদ হোসাইন, মুজিবুল হক শাকুর, হাব চট্টগ্রামের প্রক্তন মহাসচিব আজহারুল ইসলাম।