জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, দেশের সাধারণ মানুষ আজ নানা সুযোগ সুবিধা হতে বঞ্চিত। দেশের মানুষের প্রকৃত মুক্তির জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকলের সম্মিলিত সাহায্য সহযোগিতায় জামায়াত ইসলামী ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ গঠনের স্বপ্ন দেখে। তিনি সেই কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার তিনি নতুন এম্বুলেন্স দু’টির উদ্বোধনকালে এ কথা বলেন।
মানবতার কল্যাণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের স্বাস্থ্যসেবা বিভাগের এ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমে গতকাল বৃহস্পতিবার নতুন আরও ২টি এ্যাম্বুলেন্স যুক্ত হয়। নতুন এম্বুলেন্স দু’টির উদ্বোধন করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল। এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে এডভোকেট ড. মোঃ হেলাল উদ্দিন, মুহা. দেলোয়ার হোসেন ও মু. আব্দুল জব্বার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামাল হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য শাহিন আহমদ খান প্রমূখ।
নূরুল ইসলাম বুলবুল বলেন, দেশের মানুষের কল্যাণে জামায়াত সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমরা ২০২০ সালের কোভিড-১৯ করোনা ভাইরাসের কঠিন পরিস্থিতির সময় থেকেই অবিরাম ভাবে ৩টি এ্যাম্বুলেন্স দিয়ে সাধারণ মানুষকে ফ্রি স্বাস্থ্য সেবা দিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় আজ ঢাকা মহানগরী দক্ষিণের এ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমে নতুন আরও ২টি এ্যাম্বুলেন্স যুক্ত হলো। আমাদের সূধী শুভানুধ্যায়ী ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাই, তাদের একান্ত সহযোগিতায় ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত মানবসেবায় নানা কর্মসূচি বাস্তবায়ন করতে সক্ষম হচ্ছে। বর্তমানে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত লাশবাহী এ্যাম্বুলেন্স সেবাসহ সাধারণ মানুষকে নিরবিচ্ছিন্নভাবে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে।