রবিবার, ১৯ মে ২০২৪, ০২:১৬ অপরাহ্ন

কালীগঞ্জে গরু হারিয়ে নিঃস্ব দৃষ্টিপ্রতিবন্ধীর পাশে ইউএনও এবং পৌর কাউন্সিলর

কালীগঞ্জ (ঝিনাইদহ) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড তথা শ্রীরামপুর গ্রামের মোল্লা পাড়ার বাসিন্দা দৃষ্টিপ্রতিবন্ধী সবুল হোসেন। রাজমিস্ত্রি সহযোগী হিসেবে কাজ করে পরিবারের জন্য জীবিকা নির্বাহ করে চলছিলেন সাবুল হোসেন। তার জীবন ও জীবিকার অন্যতম সম্বল ছিলো তার পালা গরুগুলো। কিন্তু বিধি বাম, চোরের নজর পড়লো অসহায় সবুল হোসেনের গরুগুলোর দিকে। ২৫ অক্টোবর আনুমানিক রাতে ২ টার পর সহায় সম্বলহীন সাবুল হোসেনের গোয়াল ঘর থেকে ২টি গাভী ও ১টি ষাঁড় গরু চুরি করে নিয়ে যায় চোরে। গরু হারিয়ে তার মাথায় যেনো আকাশ ভেঙে পড়ে।বিপদের এই মুহূর্তে সাবুল হোসেনের পাশে দাড়িয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন কালীগঞ্জ উপজেলার ইউএনও এবং এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল রিগান।কাউন্সিলরের সাথে গিয়ে ঐ দিনই কালীগঞ্জ থানায় ১টি অভিযোগ দায়ের করেন সাবুল হোসেন।সবুলের চুরি হওয়া গরুর দ্রুত সন্ধান কার্যক্রমকে বেগবান করার জন্য কাউন্সিলর রিগান তাকে সাথে নিয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার সাদিয়া জেরিনের নিকট যান এবং পুরো ঘটনা খুলে বলেন।সব কথা শুনে উপজেলা নির্বাহি অফিসার সাদিয়া জেরিন তাৎক্ষণিকভাবে দৃষ্টি প্রতিবন্ধী অসহায় সাবুলের হাতে ব্যক্তিগত তহবিল থেকে ১৭০০০ টাকা সহায়তা প্রদান করেন। পরবর্তীতেও তিনি অনতত ১টি গরু কেনার জন্য আরো সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় উপজেলা নিবার্হী অফিসারের কক্ষে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন বলেন, সাবুল হোসেনের ঘটনা শুনে আমি অত্যন্ত মর্মাহত হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমন ঘটার পেক্ষিতে আর্থিক সহায়তা প্রদানের নিয়ম না থাকায় আমি ও আমার উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা মিলে তার পাশে দাড়ানোর চেষ্টা করেছি মাত্র। এ ব্যাপারে কাউন্সিলর রাশেদুল রিগান জানান, সাবুল হোসেন আমার ওয়ার্ডের খুবই অসহায় একজন হতদরিদ্র মানুষ। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও তিনি অন্যের সাহায্য ব্যতীত কাজ করে সংসার চালাতেন।তার শেষ সম্বল ছিলো চুরি হওয়া গরুগুলো।তাকে আর্থিক সহযোগিতা প্রদান করে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি অন্যান্য সামর্থ্যবান ব্যক্তিদের সহায়তায় আরও কিছু আর্থিক সহযোগিতা করার চেষ্টা করছি। কালীগঞ্জ থানার ওসি তদন্ত মতলেবুর রহমান জানান, ৩টি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। গরুচোর ধরতে কালীগঞ্জ থানা পুলিশ কাজ করছে।খুব দ্রুতই গরু চোরকে আমারা আটক করতে পারবো বলে আশা করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com