কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র?্যলী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজনে জেলা পুলিশের সহযোগিতায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। “ মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি “ এই শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে’র শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাব বোস, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সুবল চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান, নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ সেলিম রেজা বিপ্লব, চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়ারুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রফেসর শাজাহান মিয়া, নগরকান্দা উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি বেলায়েত হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ইউনুছ সরদার, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, মাসুদুর রহমান নিকো, নাসির হোসেনসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃ বৃন্দ। পুলিশ সুপারের কার্যালয় হতে বিশাল এক র্যালী অম্বিকা মেমোরিয়াল হলে এসে শেষ হয়। অতিথি বৃন্দ তাদের বক্তব্যে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রমের সকল ধরনের সুফল তুলে ধরেন।