শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::

গলাচিপায় উন্নতমানের কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রপাতি বিতরণ

মুঃ খালিদ হোসেন মিলটন গলাচিপা (পটুয়াখালী) :
  • আপডেট সময় শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

কৃষকদের আগামী আমন মৌসুমে ধান কাটা মাড়াই সহ কৃষকদের আর্থিক সাশ্রয়ের জন্য ৮টি ইউনিয়নে ১০টি হারভেস্টার মেশিন ও যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠিত হয়। গত শুক্রবার উপজেলা কৃষি অফিস কার্যালয়ে উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার আশিষ কুমার এর সভাপতিত্বে এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার পানপট্টি ইউনিয়নের ৩টি, আমখোলা, গোলখালী, গলাচিপা সদর, রতনদী তালতলী, চর বিশ^াস, কলগাছিয়া ও ডাকুয়া ইউনিয়নে এই যন্ত্রপাতি সহ রাইস প্লান্টার, মেইজ বোলার, থ্রেসার বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মুঃ শাহিন শাহ বলেন, শেখ হাসিনা সরকার এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের কৃষকদের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে কৃষি প্রণোদনা সহ নানাবিধ প্রণোদনা, মেশিন ও যন্ত্রপাতি দিয়ে প্রান্তিক পর্যায়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা বাংলার কৃষক সমাজ চিরদিন তাকে স্মরণ করবে। সভায় সঞ্চালনার দায়িত্ব ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলার সুযোগ্য কৃষি অফিসার আরজু আক্তার। সহযোগিতার দায়িত্ব পালন করেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আকরামুজ্জামান এবং কৃষিবিদ রেজওয়ানুর রহমান বক্তব্য রাখেন, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, আ;লীগের সহ সভাপতি মেহেদী মাসুদ জুয়েল সহ সুবিধাভোগী কৃষক এবং আ’লীগের নেতৃবৃন্দ সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই উপজেলায় প্রথম পর্বের ৫টি হারভেস্টার মেশিন, দ্বিতীয় পর্বের ১০টি হারভেষ্টার মেশিন সহ যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বর্তমান সরকার কৃষি উন্নয়নে ৭০% ভর্তুকি দিয়ে এই হারভেস্টার মেশিন যার ভর্তুকি বাদে আনুমানিক মূল্য ১০ লক্ষ ৯০ হাজার টাকা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com