শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম ::

অনুপ্রবেশকারীর মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

জামালপুরের ইসলামপুরে ধর্মপ্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকায় বিএনপি থেকে আসা এক অনুপ্রবেশকারী নেতাকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন মিছিল ও করেছে বিক্ষুব্ধ নেতা-কর্মী এবং সাধারণ জনগন। জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের বিক্ষুব্ধ দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন মিছিল ও সমাবেশ করেছে। মানববন্ধন মিছিল ও সমাবেশে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজ মাহামুদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক, ইউনিয়ন যুব লীগের সভাপতি বজলুর রশিদ, সাবেক মেম্বার নজরুল ইসলাম সুরুজ প্রমুখ। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা গাইবান্ধা ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন মিছিল ও সমাবেশে বলেন বিএনপি থেকে আসা হাইব্রীড নেতাকে বাদ দিয়ে প্রকৃত আওয়ামীলীগের প্রার্থীকে মনোনয়ন দিতে হবে। ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলালের নির্বাচনী এলাকা ইসলামপুরে বিএনপি থেকে যোগদানকৃত নেতা মাকসুদুর রহমানকে গাইবান্ধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বাতিল করে তৃণমূল নেতা-কর্মীদের সমর্থিত প্রার্থীকে মনোনয়ন দিতে হবে। তাদের দাবি বিএনপি থেকে আসা হাইব্রীড নেতাকে ধর্মমন্ত্রীর নির্বাচনী এলাকায় দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। যারা দীর্ঘ ৩০ বছর ধরে আওয়ামীলীগের রাজনীতি করছেন তাদের দেয়া হয়নি। ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকে পরিবর্তণ করে প্রকৃত আওয়ামীলীগের নেতাদের দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com