রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

বরিশাল নগরীর ঐতিহ্যবাহী ‘দত্ত পরিবার’র প্রয়াত সদস্যদের স্মৃতি স্তম্ভ নির্মাণ ও শুদ্ধিকরণ পূজা সম্পন্ন

বরিশাল ব্যুরো :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

বরিশাল নগরীর আগুরপুর রোডস্থ ঐতিহ্যবাহি ‘দত্ত পরিবার’র অন্যতম প্রয়াত সদস্য স্বর্গীয় বীর মুক্তিযোদ্ধা মিহির দত্ত (এডভোকেট), স্বর্গীয় প্রতিমা দত্ত (শিক্ষিকা) ও স্বর্গীয় বীর মুক্তিযোদ্ধা তিমির দত্ত (সাংবাদিক)-এর স্মৃতি স্তম্ভ নির্মানকল্পে শুদ্ধি করন (উ”চুঙ্গা) পূজা সম্পন্ন। পরিবার সূত্র জানায়, স্বর্গীয় বীর মুক্তিযোদ্ধা মিহির দত্ত (এডভোকেট) জন্ম গ্রহন করেন ১১ নভেম্বর ১৯৩৫ সালে। তিনি মুক্তিযুদ্ধ চলাকালে পেটে গুলিবিদ্ধ হন। পেটে গুলিবিদ্ধ হওয়ার কারনে পরে ক্যানসারে আক্রান্ত হয়ে ২০০৭ সালের ২০ জানুয়ারী মৃত্যু বরন করেন। স্বর্গীয় প্রতিমা দত্ত (শিক্ষিকা) তিনি মিহির দত্ত’র স্ত্রী। তিনি ১৯৪৫ সালের ২৫ ডিসেম্বর জন্ম গ্রহন করেন। তিনিও ২০১৬ সালের ১৫ অক্টোবর মৃত্যু বরন করেন। মিহির দত্ত’র ছোট ভাই স্বর্গীয় বীর মুক্তিযোদ্ধা তিমির দত্ত (সাংবাদিক) ১৯৫০ সালের ১৫ মে জন্ম গ্রহন করেন। তিনি উচ্চ রক্তচাপ জনিত রোগে আক্রান্ত হয়ে ২০১৬ সালের ২৩ অক্টোবর মৃত্যু বরন করেন। এ বিষয়ে স্বর্গীয় বীর মুক্তিযোদ্ধা মিহির দত্ত’র মধ্যম পুত্র সাংবাদিক শুভব্রত দত্ত জানায়, নগরীর কাউনিয়া ঐতিহ্যবাহি মহা শ্মাশানে (১লা) নভেম্বর সোমবার সকাল ১০ টা তার পূর্ব পুরুষের আত্মার শান্তি কামনায় তিনি এ স্মৃতি স্তম্ভ নির্মান ও শুদ্ধি করন (উ”চুঙ্গা) পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিসিসি (১৭) নং ওয়ার্ড কাউন্সিলর গাজি আখতারুজ্জামান হিরু,বরিশাল শশ্মান রক্ষা কমিটির সভাপতি মানিক মুখার্জি (কুডু),বরিশাল সঅংবাদিক ইউনিয়ন (বিইউজে) সভাপতি স্বপন খন্দকার,বরিশাল রিপোর্টার্স ইউনিটি সভাপতি নজরুল বিশ্বাষ,সাধারন সম্পাদক মিথুন সাহা, সাবেক সম্পাদক বাপ্পি মজুমদার,মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাবেক সম্পাদক সুরজিৎ দত্ত লিটু,বিএম কলেজ সাবেক ছাত্রলীগ আহবায়ক শুভ সেন ও ছাত্রলীগ নেতা আদনান অনিক প্রমুখ। এসময় পূজা পরিচালনা করেন পুরোহিত দূর্জয় মুখার্জি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com