নওগাঁর বদলগাছীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ৮টি ইউনিয়নে ৪৫১ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। (১) বদলগাছী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৪৪ জন, সংরক্ষিত নারী সদস্য ১৪ জন, (২) মথুরাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য পদে ২৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন, (৩) পাহাড়পুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন,সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন, (৪) মিঠাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৩১ জন,সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ জন, (৫) কোলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ৪২ জন,সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন, (৬) চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৪৩ জন,সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন, (৭) আধাইপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৩৭ জন,সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন এবং (৮) বালুভরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৩৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত ৮ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত ১ জন এবং স্বতন্ত্র ৪৫ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। আগামী ৪ নভেম্বর যাচাই বাছাই এবং ১২ নভেম্বর প্রতিক বরাদ্দ দেওয়া হবে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা সেজার উদ্দিন জানিয়েছেন।