শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন

নৌকার মাঝি হতে চান আওয়ামী লীগ নেতা যজ্ঞেশ^র বৈদ্য অনুপ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৩ নভেম্বর, ২০২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী ও শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যজ্ঞেশ^র বৈদ্য অনুপ। দলীয় মনোনয়নের লক্ষে তিনি এলাকার উন্নয়নে বিভিন্ন ধরনের কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। ইউনিয়নটির ভোটারদের যে কোন সমস্যায় তাদের পাশে দাঁড়াচ্ছেন। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যজ্ঞেশ^র বৈদ্য অনুপ বলেন, মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের এলাকার এমপি। তার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি এলাকায় দীর্ঘদিন ধরে সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছি। করোনাকালীন সময়ে আমি নিজের এবং পরিবারের কথা চিন্তা না করে জীবনের ঝুঁকি নিয়ে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। দরিদ্রদের নগদ অর্থ ও বিভিন্ন মন্দির এবং শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান দিয়েছি। দরিদ্র শিক্ষার্থীদের ফরম পূরণে অর্থ দিয়ে সাহায্য করেছি। এলাকায় কেউ অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করেছি। অসহায় দরিদ্রদের পাশে থাকা যেন আমার অভ্যাসে পরিণত হয়েছে। এলাকার জনগন আমাকে নির্বাচন করতে উৎসাহ দিচ্ছেন। তাদের আশা পূরণের জন্য আমি নৌকার মনোনয়ন প্রত্যাশী। আশা করছি দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন। তিনি আরও বলেন, নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হওয়ায় ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে আমি প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ‘গ্রাম হবে শহর’ এর বাস্তব প্রতিফলন ঘটাব। ইউনিয়ন থেকে মাদক, জুয়া, বাল্যবিয়ে, ইভটিজিংসহ নানা ধরণের অপরাধ নির্মূল করে ইউনিয়নটিকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com