‘মুজিব বর্ষে শপথ করি দূর্যোগ জীবন রক্ষা করি ‘ এই প্রতিপাদ্য নিয়ে লামায় পালিত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেলা ১১ টায় তিন দিন ব্যাপি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের কার্যক্রম অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর লামা ষ্টেশন অফিসার সাফায়েত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার। জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন প্রধান অতিথি। এসময় অগ্নিকান্ড সহ বিভিন্ন দূর্ঘটনা প্রতিরোধ ও করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে ফায়ার সার্ভিস কর্মীরা মহড়া প্রদর্শন করেন। অনুষ্ঠানে অগ্নি নির্বাপনের বিভিন্ন দিক – নির্দেশনা দেন ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার সাফায়েত হোসেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন প্রাঙ্গনে অগ্নি নির্বাপনের মহড়া পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এসময় লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম সহ ফায়ার ষ্টেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন অধিদপ্তরের সেবা কর্মী কাজের সঙ্গে সম্পৃক্ততা নিশ্চিত করন ও জন সচেতনতা বাড়ানোই ফায়ার সার্ভিস সপ্তাহের মূল লক্ষ্য হওয়া উচিৎ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা নতুন উদ্যমে সাহস, দক্ষতা,সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন। এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন প্রশংসনীয় উদ্যোগ বলে উল্লেখ করেন তিনি।