রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

হঠাৎ কলকাতায় পরীমনি

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি হঠাৎ করেই ভারতের কলকাতায় গেছেন। তবে নায়িকা হঠাৎ এই কলকাতা সফরের কোনো কারণ গণমাধ্যমকে জানাননি।
বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, কলকাতায় চিকিৎসা করাতে গেছেন পরী। বৃহস্পতিবার (৪ নভেম্বর) কলকাতা শহরের পাঁচতারা হোটেল বেঙ্গল তাজ তিলোত্তমায় উঠেছেন নায়িকা। এ নিয়ে কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরীমনি। ছবিগুলোতে দেখা গেছে, হলুদ রঙা টপ আর কালো ব্রালেট পরেছেন তিনি। কেবল নিজের নয়, হোটেলেরও একাধিক ছবি তুলেছেন তিনি। ছবিগুলোর উপর লেখা, ‘হ্যাপি ল্যান্ডিং’ অর্থাৎ ভাল ভাবে নেমে পড়েছি। পাশে হ্যাশট্যাগে লেখা, ‘কলকাতা ২০২১’।
সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারা হোটেলে জন্মদিন পালনের সময় লুঙ্গি জাতীয় পোশাক পরায় সমালোচিত হয়েছেন এই ঢালিউড সুন্দরী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তার ছবিগুলো। সাথে হাজার হাজার বিভিন্ন রকম নীতিবাচক কমেন্টের বন্যা বয়ে যায়। অবশ্য পাল্টা জবাবও দিয়েছেন পরীমনি। হেটার্সদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আমার সেই লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন! আহারে আপনাদের দিকে তাকালে নিজেকে সত্যিই বড় সুখী মনে হয়।’
চলতি বছরের মাঝামাঝি থেকে নায়িকা পরীমনির জীবনে ঘটে গেছে আরও ঘটনা। প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তোলেন তিনি। এরপর গত কয়েক মাস আগেই মাদককা-ে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন পরীমনি। ২৬ দিন জেলেও কাটাতে হয়েছে তাকে। কিন্তু জেল থেকে ছাড়া পেয়েই পুরোদমে কাজে ফিরেছেন নায়িকা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com