গতকাল গলাচিপা কৃষি বিভাগের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের বিনামূল্যে রবি প্রনোদনা/২১ উপলক্ষ্যে বিভিন্ন শীতকালীন শস্য পণ্য, বীজ ও রাসায়নিক সার বিতরন শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গলাচিপা, দশমিনা নির্বাচনী এলাকার সংসদ সদস্য এস, এম শাহজাদা এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন জননেতা ও উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মুজিবর রহমান, কৃষি কমিটির এম পি মনোনীত সদস্য মোঃ কাওসার তালুকদার ও প্রেস ক্লাবের সভাপতি মু. খালিদ হাসান মিল্টন। উল্লেখ্য উপজেলায় ১২ টি ইউনিয়নে ৫ হাজার ৬ শত ২০ জন ক্ষুদ্র প্রান্তিক শীতকালীন শস্যপণ্য, বীজ ও সার বিতরন করা হয়। এছাড়া কৃষকদের খেসারী, মুগডাল, ভুট্টা, চিনা বাদাম, সরিষা, সূর্যমুখী বীজ প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি উদ্বোধনী ভাষনে বলেন, বঙ্গবন্ধু ও জািতরজনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে সর্বোচ্চ গুরুত্ব ও অধিক বাজেট বরাদ্দ করে কৃষি যন্ত্রপাতি সার্ভিস ভূর্তকি দিয়ে দেশের প্রান্তিক কৃষকদের অগ্রগতির জন্য নিরলস কাজ করে যাচ্ছে। তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার যে কৃষি সেক্টরে যে অবদান রাখছে তা বাংলার কৃষক চিরদিন মনে রাখবে। তিনি সরকারের এই রবি প্রনোদনা বীজ যেন সঠিকভাবে ব্যবহার করে সেজন্য সকলের প্রতি আহবান জানান। সভায় শত শত কৃষক অনুষ্ঠানে অংশগ্রহন করে।