শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::

বদরগঞ্জ সংলগ্ন জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে হত্যাচেষ্টা মামলার অভিযোগ

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১

বদরগঞ্জ সংলগ্ন উপজেলার দক্ষিণ খামার পাড়া গ্রামের শাহাজাহান আলীর সাথে একই গ্রামের দুই ভাই আমির হোসেন(৬০) ও আঃ সামাদের(৫৫) বসত ভিটার মালিকানা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। এ নিয়ে বিভিন্ন সময়ে স্থানীয়ভাবে ও থানায় শালিস বৈঠকও অনুষ্ঠিত হয়। শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। মামলার বাদী শাহাজাহান আলী(৪৫) জমির মালিকানা ও দখল নিয়ে শান্তিভঙ্গের আশংকায় গত ১৯ সেপ্টেম্বর রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে বাংলাদেশ দ-বিধি ১৪৪ ধারায় মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত ঘটনাস্থলে শান্তি ও স্থিতি অবস্থা বাজায় রাখতে উভয় পক্ষকে নোটিশ প্রদান করেন। তাতেও সন্তুষ্ট না হয়ে প্রতিপক্ষকে ঘায়েল, আর্থিক ক্ষতি ও হয়রানী করতে বাদী শাহাজাহান আলী আমির হোসেন ও আঃ সামাদের পরিবারের ৮জনকে আসামী করে গত ২৮ অক্টোবর বদরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই দু’পরিবারের সদস্যদের দাবি তাদের হয়রানী করতেই উদ্দেশ্যমূলকভাবে শ্লীলতাহানী ও হত্যাপ্রচেষ্টাসহ বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে থানায় মামলা করেছে প্রতিপক্ষ। গত ২ নভেম্বর দুপুরে সরেজমিন বদরগঞ্জ উপজেলার রাধানগর দক্ষিণ খামার পাড়া গ্রামের শাহাজাহান আলীর দায়ের করা মামলার বিষয়ে খোঁজ নিতে গেলে ওই গ্রামের মোজাহেদুল ইসলাম বাবলু(৫৬), সাজেদুল ইসলাম(৫৮), ইদ্রিস আলীর ছেলে রফিকুল(২৩) ও মনোয়ার হোসেনের ছেলে শাহিন(৩৫) জানান, ওইদিন তাদের গ্রামে মারামারি কিংবা শ্লীলতাহানীর কোন ঘটনাই ঘটেনি। কারো মুখে এরকম ঘটনার কথাও শোনেন নি বলে তারা উল্লেখ করেন। আমির হোসেন ও আঃ সামাদ পরিবারের ৮ সদস্যের বিরুদ্ধে দায়ের করা হত্যাপ্রচেষ্টা ও শ্লীলতাহানীর মিথ্যা ও সাজানো মামলার ব্যাপারে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন- বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা নেয়া হয়েছে। তদন্ত চলছে বাদীরা মিথ্যা অভিযোগ করলে তাদেরও বিরুদ্ধে উল্টো ১৭ ধারায় মামলা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com