শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম ::

ঘোড়াধাপে নৌকার প্রার্থীর নির্বাচনী পথসভা

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৭ নভেম্বর, ২০২১

জামালপুর সদর উপজেলার ৭নং ঘোড়াধাপ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফজলুল হকের সমর্থনে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় হরিণাকান্দা উচ্চ বিদ্যালয় মাঠে ৭নং ঘোড়াধাপ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পথসভায় ৭নং ঘোড়াধাপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক মোঃ ফেরদৌস হোসেন তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সভাপতি এডভোকেট আলহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী।আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য এম খলিলুর রহমান, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ এম এ মান্নান খান, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ হাফিজুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক এবিএম ফরহাদ উদ্দিন, সদস্য মোঃ সরোয়ার জাহান, সদস্য মোঃ সিরাজুল হক, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ ফারজানা ইয়াসমিন লিটা, সদর উপজেলা আওয়ামী যুবমহিলা লীগের সভাপতি মোছাঃ মহসিনা মোশারফ চাঁদনী, সাধারণ সম্পাদক মোছাঃ জান্নাত, দপ্তর সম্পাদিকা রুমানা হাসানসহ ৭নং ঘোড়াধাপ ইউনিয়ন আওয়ামী লীগের আরো অনেকে। এসময় বক্তারা ৭নং ঘোড়াধাপ ইউনিয়নে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আওয়ামী লীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে একত্রে কাজ করে যাওয়ার আহবান জানান। নৌকার প্রার্থী মোঃ ফজলুল হক তার বক্তব্যে বলেন আমি যদি চেয়ারম্যান হতে পারি তাহলে মেষ্টা ইউনিয়নবাসীর পাশে থেকে ইউনিয়নের সকল উন্নয়নমূলক কাজ করে যাবো এবং ইউনিয়নবাসী গরীব-দুঃখী মানুষদের জন্য বিনামূল্যে সকল সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com