রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন

জনগণকে পণবন্দি করে চাল-ডাল ভোজ্য ও জ্বালানী তেলের দাম সরকার বৃদ্ধি করেছে

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় রবিবার, ৭ নভেম্বর, ২০২১

“নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাও-মানুষের জীবন বাঁচাও”- এই শ্লোগানকে সামনে রেখে ৭ নভেম্বর রবিবার দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে ভুক্তভোগী জনসাধারন দিনাজপুর এর আয়োজনে চাল, ডাল, ভোজ্য ও জ্বালানী তেল, গ্যাস বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবীতে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দিনাজপুর জেলা শাখার সভাপতি এ্যাডঃ মেহেরুল ইসলাম, দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ, সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, সাধারন সম্পাদক রমহতুল্লাহ রহমত, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি রবিউল আউয়াল খোকা, জেলা জাসদের সভাপতি এ্যাডঃ লিয়াকত আলী, মহিলা পরিষদের সভানেত্রী কানিজ রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ শফিকুল ইসলাম, সাবেক মেয়র মোঃ সফিকুল হক ছুটু, দোলন চাঁপা’র প্রদীপ ঘোষ, আক্তার আজিজ, সুনীল মজুমদার, মোর্শেদুর রহমান দুলু, মনিরুজ্জামান, জলিল আহমেদ। বক্তারা বলেন, জনগণকে জিম্মি করে চাল, ডাল, ভোজ্য ও জ্বালানী তেলের দাম সরকার বৃদ্ধি করেছে। সাধারন মানুষ জানতে চায় কাদের ষড়যন্ত্রের কারণে সরকার হঠাৎ করে তেলের দাব বৃদ্ধি করেছে। জ্বালানী তেলের দাব বৃদ্ধি হওয়ার কারণে পরিবহন সেক্টর ধর্মঘটে নেমেছে। এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আরও বৃদ্ধি পাবে। বাণিজ্যিক সিন্ডিগেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি অবিলম্বে চাল, ডাল, তেল ও জ্বালানী তেলসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমিয়ে সহনশীল পর্যায়ে আনতে। সাধারন মানুষকে কষ্ট দিয়ে দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়। মানববন্ধন কর্মসূচীতে রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com