’আর নয় সিজারে বাচ্চা হবে নরমালে’ এই শ্লোগান নিয়ে প্রথমবারের মত গর্ববতী মায়েদের ব্যাথামুক্ত নিরাপদ নরমাল ডেলিভারী সেবা চালু করেছে সোনাইমুড়ি বড় মসজিদ সংলগ্ন আল-খিদমাহ্ জরুরী সেবা ও নরমাল ডেলিভারী হস্পিটাল। মেডিসিন, ডায়াবেটিস, বাত-ব্যাথা, হাঁপানী ও স্ট্রোক রোগে বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ইলিয়াছ (এমবিবিএস (আর.ইউ), সিসিডি (বারডেম) পিজিটি (মেডিসিন) এর সার্বিক তত্ত্বাবধানে গাইনী, প্রসূতি, স্ত্রী রোগ ও আল্ট্রাসনোগ্রাফীতে বিশেষজ্ঞ ডা.ফাতেমা আক্তার শিরিনের উদ্যোগে এই নিরাপদ নরমাল ডেলিভারী সেবা প্রদান করা হয়। উক্ত হস্পিটালে গর্ববতী মা’য়েদের নিরাপদ সন্তান প্রসবের জন্য মহিলা ডাক্তার দ্বারা পরিচালিত অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ নরমাল ডেলিভারী সেন্টার রয়েছে। যাতে মা’য়েদের পেইনলেস নরমাল ডেলিভারী করা হয়। এতে একজন মা তার সন্তান প্রসবকালীন সম্পূর্ণ ব্যাথামুক্ত নিরাপদ এবং জটিলতা ছাড়াই স্বাভাবিকভাবে সন্তান প্রসব করতে সক্ষম হন। এছাড়া ৪উ কালার আল্ট্রাসনোগ্রাফী, ডিজিটাল এক্সরে, উন্নত প্রযুক্তি সমৃদ্ধ প্যাথলজিসহ হাসপাতাল কর্তৃপক্ষের মমতায় প্রসূতি মা’য়েদের পরিচর্যা ও চিকিৎসা সেবা দেয়া হয়। হস্পিটালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ ইলিয়াছ বলেন, সিজারিয়ান কোনো ভাবে স্বাভাবিক প্রসবের বিকল্প হতে পারে না। আবার আধুনিকার নিরিখে প্রসবের ব্যাথাও কাম্য নয়। সিজারের কারণে মা’য়েরা অনেকগুলো সমস্যার সম্মুখিন হয়ে থাকেন। এইসব বিষয় চিন্তা করে সোনাইমুড়িতে আমরাই প্রথম ব্যাথামুক্ত নরমাল ডেলিভারী সেবা চালু করি এবং যথেষ্ট সাড়াও পাচ্ছি। আমাদের এখানে একটি সুসজ্জিত ব্যবস্থাপনা, পর্যাপ্ত এনেসথিয়েসিস্ট,সার্বক্ষনিক কনসালটেন্ট ও গাইনী ডাক্তার রয়েছে। ফলে প্রি-ডেলিভারী, ডেলিভারী এবং ডেলিভারী পরবর্তী সেবা দক্ষতার সঙ্গে করা সম্ভব।