শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::

কালীগঞ্জের কাষ্টভাঙ্গা ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের কর্মী সভায় জনতার ঢল

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১০নং কাষ্টভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলার মথনপুরের এমএম মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ চত্তরে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ডাঃ রাশেদ শমসেরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। সভায় বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তৈয়ব আলী জর্দার, সহ সভাপতি গোলাম সরওয়ার সউদ, যুগ্ন সাধারন সম্পাদক মাসুদুর রহমান সঞ্জু, ধর্ম বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকা, জেলা যুবলীগের সভাপতি আশফাক মাহমুদ জন, জেলা ছাত্রলীগ সভাপতি রানা হামিদ, উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ইসরাইল হোসেন সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনী কর্মি সভায় বক্তারা তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ১০নং কাষ্টভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আয়ূব হোসেন খানকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলের প্রতি আহবান জানান। আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আয়ুব হোসেন খান বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক দিয়েছেন এজন্য আমি আওয়ামী লীগের সকল ইউনিটের নেতা-কর্মি এবং আমার ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানাই। আমি দলীয় প্রতিক যাতে না পায় সে জন্য প্রতিক বরাদ্দের আগে একটি মহল আমার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করে আসছে এবং আমি দলীয় মনোনয়ন পাওয়ায় একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু কোন লাভ হবে না। তাদের দিনের স্বপ্ন কোনদিন পূরন হবে না। এরআগে আমাকে সামাজের নিকট হেয়করার জন্য, একটি কুচক্রীমহল সাংবাদিককে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন মিডিয়ায় মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন। কাষ্টভাঙ্গা ইউনিয়নে আমার ব্যপক জনপ্রিয়তা দেখে একটি মহল বেসামাল হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালা”েছন। বিশ্বাস করেন আমি প্রতিক পাওয়ার আগেও বলেছি আমি যদি প্রতিক না পেতাম তাহলে এই ইউনিয়ন থেকে যাকে দল মনোনীত কওে প্রতিক দিতো আমি তার পক্ষে কাজ করতাম। কারন আমি আওয়ামীলীগ দলটিকে মনে প্রানে ভালবাসি। আমি ছাত্র জীবন থেকে এই দলের সাথে থেকে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সময় দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন কওে আসছি। যতদিন বেঁচে থাকি আওয়ামীলীগের সাথেই থাকবো। যারা আমাকে ভালবাসেন আওয়ামী লীগের নেত্রীকে ভালবাসেন আমি আশা এবং বিশ্বাস করি আপনারা কেই নৌকা প্রতিকের সাথে বেঈমানী করবেন না। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন বিগত দিনে ইউনিয়নবাসীর যে সেবা দিয়েছি নির্বাচিত হলে তার চেয়ে বেশী সেবা দেওয়ার চেষ্টা করবো। সকলে আমার জন্য দোয়া করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com