গাজীপুরের কালীগঞ্জে যুবদিবস উপলক্ষে সনদপত্র ও ঋনের চেক বিতরণ করেন কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তাদের আয়োজনে “দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানে কালীগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহি অফিসার মো. শিবলী সাদিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, মোঃ জহির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন- পৌর মেয়ার এস.এম. রবিন হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ উল আলাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা আ’লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক এইচ.এম. আবু বকর চৌধুরী প্রমুখ।