নওগাঁর মহাদেবপুরে প্রণোদনা ও পূণর্বাসন কর্মসূচির আওতায় ২০২১-‘২২ রবি মৌসুমে ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত সমাবেশে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ¦ মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ উদ্বোধন করেন। উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, সদর ইউপি চেয়ারম্যান মুহা: মাহবুবুর রহমান ধলু, জেলা আওয়ামী লীগ সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি গোলাম নুরানী আলাল প্রমুখ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা মকিম উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায় প্রমুখ। অনুষ্ঠানে চাষীদের মধ্যে গম চাষের জন্য ২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ভূট্টা চাষের জন্য ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, সরিষা চাষের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, সূর্যমুখি চাষের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, মসুর ডাল চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার, খেসারি ডাল চাষের জন্য ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার, চিনা বাদাম চাষের জন্য ১০ কেজি বীজ, ১ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার, মুগ ডাল চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার, পেঁয়াজ চাষের জন্য ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।