শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::

মরণব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে চায় হাবিব

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

জামালপুরের ইসলামপুর উপজেলার বাসিন্দা মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত মোস্তফা হাবিব(৪২) বেঁচে থাকতে চায়। সে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শংকরপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে এবং এক সন্তানের জনক। হাবিব একটি কোম্পানিতে চাকরী করতেন। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর কোম্পানির চাকরীটাও চলে যায়।মোস্তফা হাবিব জানান, কোম্পানীর চাকরী করার অবস্থায় তার ডান পায়ের পেছনে একটি টিউমার হয়। টিউমারটি অপারেশন করার পর পরিক্ষা করে ফাইব্রাস হিস্টিওসাইটোমা নামক মরণব্যাধি ক্যান্সার ধরা পরে। এই ক্যান্সারের জায়গায় অপরাশন করা হয়। পরে ৭বার সার্কেল ক্যামো থ্যারাপি ও রেডিও থ্যারাপি ৩৫টি দেওয়া হয়। এই চিকিৎসা করতে আমার প্রায় ১০ লাখ টাকার মতো খরচ হয়। এতে আমার অনেক টাকা ঋণ হয়। আর আমার জমি জমা যা ছিল সব যমুনা নদীর গর্ভে চলে গেছে।তিনি আরও জানান, এখন ডাক্তারের পরামর্শে অনুযায়ী চিকিৎসা করাতে দেশের বাহিরে যেতে হবে। বর্তমানে আমিতো আমার সংসার চলাতেই পারছিনা। এদিকে আবার ঋণের টাকার জন্য ঋণ দারেরা অনেক চাপ দিয়েছে। আমার বেঁচে থাকারও ইচ্ছা। ভয়াবহ এই রোগের চিকিৎসা করাতে দেশের বাহিরে যেতে হবে।চিকিৎসার জন্য মোস্তফা হাবিব বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। যদি কোন বিত্তবান হতদরিদ্র মোস্তফা হাবিবকে সাহায্য করেন, তাহলে তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব। রোগীর বিকাশ (পার্সোনাল) নম্বর দেয়া হলো ০১৯১৫৫৫৭৪৭০।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com