শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম ::

কালীগঞ্জে দেশের প্রথম হিজড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল হিজড়া

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

সারা দেশের ন্যায় স্থানীয় সরকার নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর ২০২১। এই নির্বাচনের অন্তর্ভুক্ত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন। এই ইউনিয়ন গুলোর মধ্যে ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন অন্যতম একটি। ইউনিয়নটিতে মোট ভোটার রয়েছেন ১৯৬০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০০০৯ জন এবং মহিলা ভোটার ৯৫৯১ জন।এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ৩ জন প্রার্থী। নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ম.নজরুল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীক নিয়ে লড়ছেন মাহাবুবুর রহমান। স্বতন্ত্র হিসেবে আনারস প্রতীকে লড়ছেন দেশে তথা ঝিনাইদহ জেলার প্রথম ট্রানজেন্ডার(হিজরা) ইউপি চেয়ারম্যান প্রার্থী নজরুল হিজরা।২০১৩ সালে হিজড়া জনগোষ্ঠী তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি পায়। ২০১৪ সালের ২৬ জানুয়ারি হিজড়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে সরকার। গেজেটে বলা হয়, ‘সরকার বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠীকে হিজড়া লিঙ্গ (হিজরা) হিসাবে চিহ্নিত করিয়া স্বীকৃত প্রদান করিল। ’হিজরা পরিচয়ে নাগরিক অধিকার নিশ্চিত করতে এই স্বীকৃতির দাবি ছিল হিজরা সম্প্রদায়ের। চলতি বছরের মে মাসে বাংলাদেশ সরকার তৃতীয় লিঙ্গের ভোটাধিকার দিয়েছে। এটা যে কত বড় অর্জন, সাধারণভাবে বলা সম্ভব নয়। সমাজের সবচেয়ে নিগৃহীত, অবহেলিত, বঞ্চিত মানুষদের স্বীকার করে নেওয়া সন্দেহাতীতভাবে একটি যুগান্তকারী ঘটনা। আমরা অনেকটা পশুর মতো ব্যবহার করি তৃতীয় লিঙ্গের মানুষদের সাথে। মুখে মানবিকতার কথা বললেও তাদের প্রতি আমাদের ব্যবহার চরম অমানবিক। ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল হিজরা জানান,বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাতে চাই। কারণ তাঁর সরকারের সময় তৃতীয় লিঙ্গের মানুষদের ভোটাধিকার দেওয়ার ঘটনাটি ঘটেছে। আর কারণেই আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে পারছি।ভোটাররা যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তাহলে আনারস প্রতীকের বিজয় সুনিশ্চিত। তবে প্রতিপক্ষ নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আমার ভোটার ও সমর্থকদেরকে অব্যাহতভাবে ভয়ভীতি প্রদর্শন করে চলেছে। ইতিপূর্বে ঐ প্রার্থীর ছেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী আমার কর্মীদের ওপর হামলা চালায়। পরবর্তীতে ইউনিয়নের সাধারণ জনগন সন্ত্রাসী কয়েকজনকে গণধোলাই দেয়। তাই আমি ভাটের মাঠে প্রসাশনের নিরপেক্ষ ভুমিকা আশাকরি।আমি নির্বাচিত হয়ে পরিষদে যেতে পারলে ইউনিয়নের গরীব দ:খী মেহনতী মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিব ইনশাআল্লাহ। ঝিনাইদহের জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল খালেক বলেন, “আইনে এখন তৃতীয় লিঙ্গের ভোটার হওয়ার সুযোগ আছে। ভোটার হলে নির্বাচনও করা যাবে। তবে ত্রিলোচনপুর ইউপি চেয়ারম্যান পদে নজরুল হিজড়া হিসেবে নিজের পরিচয় দিয়েছেন।আর দেশের তৃতীয় লিংগের থেকে সম্ভাবত তিনিই প্রথম ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।খবরটি বেশ সুখকর।অন্যান্য প্রার্থীর ন্যায় তিনিও এই নির্বাচনে সমান সুযোগ সুবিধা পাবেন।কোনো ধরনের ভয় ভিতী ও মারামারির ঘটনা ঘটলে তার লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা আইনানুগ ব্যব¯’া গ্রহণ করবো।সর্বপরি তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিরপেক্ষ করতে ঝিনাইদহ নির্বাচন অফিস বদ্ধপরিকর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com