শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম ::

গজারিয়ায় মরহুম মমতাজ বেগম এমপির মৃত্যুবার্ষিকী দোয়া ও আলোচনা সভা

গজারিয়া প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

আলহাজ্ব মমতাজ বেগম তার অবদান আমামদের মাঝে চিরস্মরণীয়, রাজনীতি, সমাজসেবা ও শিক্ষায় তিনি ছিলেন একজন মহীয়সী নারী হিসেবে স্বীকৃতি লাভ করেছেন তিনি। মানবসেবায় তার অবদান অতুলনীয়। কর্মজীবনে তিনি ছিলেন একজন মানুষ গড়ার কারিগর। সততা ও নিষ্ঠাই ছিল তার জীবন সংগ্রামের পাথেয়। শিক্ষকতা পেশাতেই জীবনের সাড়ে ৩৪ বছর পার করেন তিনি। এছাড়াও সাবেক শিক্ষা কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে। মুন্সিগঞ্জ এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন। ২০০৯ শালে মহিলা সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সেই সাথে একি বছর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন। স্থায়ী কমিটির সদস্যও ছিলেন তিনি। এছাড়া মুন্সিগঞ্জ জেলার তিন তিনবারের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কৃত হন তিনি। মাদার তেরেসা স্বর্ণপদক লাভ করেছেন তিনি। হয়েছেন একজন রত্ম গর্ভ মা। ১৯৯৬ সালে সমাজসেবায় স্বীকৃতিস্বরূপ বেগম রোকেয়া স্মারক পুরস্কার লাভ করেন। ২০১০ সালে গজারিয়া উপজেলা পরিষদের ৫ম তলা অডিটোরিয়াম নির্মাণের বিশেষ অবদান রাখেন তিনি। শনিবার উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানির চর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে দিনব্যাপি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজনের মাধ্যমে আলহাজ্ব মরহুম মমতাজ বেগম এমপির প্রথম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত হয়। ইসমানির চর উচ্চ বিদ্যালয়েরপক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাচ ধারণ এবং দিনব্যাপি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া ও মিলাদে সকলকে অংশ গ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর মাজহারুল হক তপন, এসময় অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোঃ হাফিজ আহম্মেদ, জনাব মোঃ শুক্কুর আলী, উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা ফিসার মোঃ জাকির হোসেন, জনাব মোঃ রফিকুল ইসলাম বীর প্রতীক, উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আতাউর রহমান নেকী খোকন, প্রকৌশল ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ, ইসমানির চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আমিনুল হক, গজারিয়া থানা অফিসার ইঞ্চার্জ মোঃ রইছ উদ্দিন, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মনিরুল হক মিঠু প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com