শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
১৪ কোম্পানির চেয়ারম্যান-এমডিকে তলব বিএসইসির সদর থানা দক্ষিণ কেওয়ার রাস্তা ভেঙ্গে পড়ায় এলজিইডি তাৎক্ষণিক ব্যবস্থা চকরিয়ায় মানববন্ধনেও থামছেনা বালু লুট পাটগ্রামে যুগের আলো পত্রিকার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মতবিনিময় সভা নগরকান্দায় বিশ্ব শিক্ষক দিবস পালিত বিভিন্ন ক্যটাগরীতে গুণী শিক্ষক মনোনীত সংসারের পাশাপাশি দিনাজপুর জেলা বিএনপির রাজনীতিতে অগ্রণী ভূমিকা পালন করছেন হাসি আকতার হিরা ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বড়লেখায় শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্যোগে সিরাতুন্নবী সা. মাহফিল বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের পূজা মন্ডপে সন্ত্রাসী হামলার আশংকা করছেন জয়নুল আবেদীন ফারুক কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বরিশালে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা

বরিশাল ব্যুরো :
  • আপডেট সময় রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আগরপুর খাল দখল করে শতাধিক অবৈধ স্থাপনা নির্মান করা হয়েছে। স্থানীয় কতিপয় ব্যক্তি খালের আগরপুর বাজারের অংশে এসব স্থাপনা নির্মান করেছেন। বিষয়টি দেখার যেন কেউ নেই। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বাবুগঞ্জের সন্ধ্যা নদী থেকে বয়ে যাওয়া খর¯্রােতের এ খালটি জাহাঙ্গীর নগর ইউনিয়নের সাথে পার্শবর্তী উপজেলা গৌরনদীর সংযোগ স্থাপন করেছে। দুই উপজেলাবাসীর ব্যবসা বাণিজ্য ও কৃষি কাজের জন্য এ খালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্রে আরও জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন এ খালটি দখল করে শতাধিক স্থাপনা গড়ে উঠলেও রহস্যজনক কারণে বিষয়টি দপ্তরের কর্মকর্তারা কেউ জানেন না। কোন প্রকার তদারকি ও নজরদারী না থাকায় আগরপুর বাজারের কতিপয় অসাধু ব্যক্তি পাকা স্থাপনা নির্মান করে বছরের পর বছর ধরে ব্যবসা করে আসছে। ফলে একসময়ের খড় ¯্রােতা খালটি ক্রমেই মরে যাচ্ছে। খালের বর্তমান অবস্থায় ওইসব এলাকার কৃষকরা পরেছেন চরম বিপাকে। স্থানীয় কৃষকরা সরকারী খাল দখলকারীদের এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের ¯্রােত ধারা ফিরিয়ে আনতে পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড বরিশালের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মুসফিকুর রহমান বলেন, খালটি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় কতিপয় অসাধু ব্যক্তি অবৈধ স্থাপনা নির্মান করে দখল করেছে। বিষয়টি তাদের নজরে এসেছে। খুব শীঘ্রই ওইসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের জৌলুস ফিরিয়ে আনা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com