সাদুল্লাপুর পৌরসভা গঠনের নামে ইউনিয়ন পরিষদ নির্বাচন বন্ধের নীল নকশার অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। গত রবিবার বিকেলে উপজেলার জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া ইউনিয়ন বাসীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরী এ- ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রেজা,বনগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজেডএম সাজেদুল ইসলাম স্বাধীন,আওয়ামীলীগ জামালপুর ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর ফকির, জাতীয় শ্রমিক লীগ সভাপতি জাহিদ হাসান মন্ডল কাওছার,কামারপাড়া ইউনিয়নের তরিকুল ইসলাম বংকু মাস্টার ও বনগ্রাম ইউনিয়নের সাবেক সদস্য শাহজাহান সরকার প্রমুখ। বক্তারা বলেন, সাদুল্লাপুর শহরের নিকটবর্তী খামার বাগচি ও গয়েশপুর গ্রামকে বাদ দিয়ে দুরবর্তীর কয়েকটি গ্রাম অন্তর্ভূক্ত করে প্রস্তাবিত গেজেট প্রকাশ করা হয়েছে। যা মোটেও কাম্য নয়। একটি স্বার্থন্বেশী মহল সাদুল্লাপুর পৌরসভা গঠনের এরূপ গেজেট প্রকাশ হওয়ায় রীট পিটিশন দায়ের করে ইউপি নির্বাচন বন্ধের পায়তারা করছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণার জোর দাবি জানান তারা। শেষে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার ও জেলা প্রশাসক বরাবর অভিযোগপত্র দাখিল করেন।