শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১ এ ভূষিত হওয়ায়

ফখরুল ইসলাম সাগর দেবিদ্বার (কুমিল্লা) :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

দেবিদ্বারে স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১ এ ভূষিত হওয়ায় দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বর্নাঢ্য আয়োজনে মঙ্গলবার আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি পুরাতন বাজার থেকে বের হয়ে উপজেলা পরিষদ হলরুম সংলগ্ন মাঠে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. আবদুল মান্নান মোল্লার ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন এর নেতৃত্বে অনুষ্ঠিত আনন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, যুবলীগের সাধারণ সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো. শাহাদাৎ হোসেন মিঠু, মো. আলাউদ্দিন, আলম হাজারী, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার, প্রচার প্রকাশনা সম্পাদক সোহরাব হোসেন সোহাগ ,উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল, কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃ বিল্লাল হোসেন, জাফরগঞ্জ ইউপি আওয়ামীলীগের সাবে সভাপতি মো. আনোয়ার হোসেন, সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শতশত নেতা-কর্মী। আনন্দ র‌্যালী শেষে বক্তারা বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচি প্রণয়ন ও তা বাস্তবায়নে নেতৃত্বদান এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীকে এ পুরস্কার দেওয়া হয়েছে। উল্লেখ্য বিশ্বের ৮০টি দেশের সদস্যভুক্ত সংগঠন ‘ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স’ তথ্যপ্রযুক্তির অলিম্পিকখ্যাত ‘উইটসা ২০২১’ পুরস্কার দিয়েছে। ঢাকায় অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি ২০২১ (ডব্লিউসিআইটি ২০২১) এর তৃতীয় দিনে আজ উইটসা মহাসচিব জেমস এইচ পয়জান্টের কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্?মেদ পলক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com