শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::

চকরিয়ায় আওয়ামী লীগ থেকে ৭ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

মনির আহমদ কক্সবাজার :
  • আপডেট সময় শনিবার, ২০ নভেম্বর, ২০২১

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ইউপি নির্বাচনে অংশ নেয়ায় ৭আওয়ামী লীগ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে আওয়ামীলীগ। বৃহস্পতিবার কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য কক্সবাজারের চকরিয়া উপজেলার ১০ ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে। এ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকার প্রার্থীদের ঠেকানোর উদ্দেশ্য বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদের বহিষ্কার করা হয়। এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বিদ্রোহী প্রার্থীদের সাময়িকভাবে বহিষ্কার করার বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন- কোনাখালী ইউনিয়নের দিদারুল হক সিকদার, পূর্ববড় ভেওলা ইউনিয়নের কামরুজ্জামান সোহেল, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের রবিউল এহেসান লিটন, কৈয়ারবিল ইউনিয়নের আফজালুর রহমান চৌধুরী, লক্ষ্যারচর ইউনিয়নের মোঃ সাইকুল ইসলাম, কাকারা ইউনিয়নের মোঃ সাহাব উদ্দিন ও ইছমত-ই-এলাহী। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, কক্সবাজারে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে চকরিয়া উপজেলার ৮ ইউনিয়নে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করায় ৭জন বিদ্রোহী প্রার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় জেলা আওয়ামী লীগ। মেয়র বলেন, প্রার্থিতা প্রত্যাহার না করলে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলেও কেন্দ্রীয়ভাবে নেত্রীর সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি যেসব নেতাকর্মী দলীয় প্রতীক নৌকার পক্ষে ওপেন কাজ করবে না তাদেরকেও দল থেকে বহিস্কার করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com