যুবসমাজকে সক্রিয়ভাবে উদ্যোক্তামূলক (আত্মকর্মসংস্থান তৈরির) কাজে জড়িত করে ব্যক্তি, সমাজ এবং বৃহত্তর জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের উদ্দেশ্য গত বুধবার দুপুরে লক্ষ¥ীপুরের রামগতি উপজেলা পরিষদ হলরুমে “উদ্যোক্তায় যুবসমাজ-সম্ভাবনা এবং চ্যালেঞ্জ” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যের ল্যাংকাস্টার ইউনিভার্সিটির সাথে বাংলাদেশের দ্বীপ উন্নয়ন সংস্থা (ডিইউএস) এবং সেন্টার ফর পার্টিসিপেটরী রির্সাচ এ্যান্ড ডেভোলপমেন্ট (সিপিআরডি) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো: রফিকুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রামগতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন আজাদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. শান্তনু চৌধুরী। ্যাংকাস্টার বিশবিদ্যালয়ের শিক্ষক ডক্টর মনোজ রায় এবং গবেষক ডক্টর এহসানুল কবীর ইংল্যান্ড থেকে অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন। এছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল ওয়াহেদ, অধ্যক্ষা জামসেদা জাং চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা (প্রতিনিধি), যুব উদ্যোক্তা, যুবক, ব্যাংক কর্মকর্তা, সমাজসেবক, স্থানীয় এনজিও কর্মকর্তা এবং সাংবাদিকসহ ২৫ জনের অধিক অংশগ্রহণ করেন। স্বাগত ভাষণে বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম বলেন- ”মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা প্রতিষ্ঠানের অনেকগুলো কাজের মধ্যে যুব সমাজকে সম্পৃক্ত করে অনেক সাফল্য এসেছে, তবে এখন সময় এসেছে তাদেরকে অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ তথা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা। ‘উদ্যোক্তায় যুবসমাজ’ ধ্যানধারণাটি ‘লিভিং ডেল্টা রিসার্চ হাব’ নামের বড় একটি গবেষণার অংশ যেটি বাংলাদেশ, ভারত এবং ভিয়েতনাম এই তিনটি দেশের নদীমাতৃক বিস্তীর্ণ অঞ্চলের পরিবেশগত ও সামাজিক পরিবর্তন, এবং সম্ভাব্যটেকসই উন্নয়ন নিয়ে গবেষণা করছে। গবেষণার বিষয়গুলোর মধ্যে আছে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মিল রেখে উন্নয়ন, ডেল্টা কমিউনিটির অংশীদারিত্ব (বৈষম্য দূরীকরণ), পরিবেশগত ঝুঁকিপ্রবণ এলাকাগুলো সনাক্তকরণ, সাধারণ মানুষের জীবিকার পরিবর্তন বিশ্লেষণ এবং স্থানীয় যুবসমাজের উন্নয়ন। কিভাবে এই পরিবর্তনগুলো আরো টেকসই করা যায় সেটির অন্বেষণও এই গবেষণার অন্যতম উদেশ্য। বিশেষ করে স্থানীয় যুবসমাজকে উদ্যোক্তামূলক কার্যক্রমে যুক্ত করার মাধ্যমে কি করে মানুষের জীবিকার উন্নয়ন করা সম্ভব, সেই বিষয়ে গভীর অনুসন্ধান চলছে (বিস্তারিত যঃঃঢ়ং://িি.িষরারহমফবষঃধং.ড়ৎম)এই ওয়েবসাইট থেকে জানা যাবে। এই গবেষণা এবং কর্মশালা পরিচালনায় যুক্তরাজ্যের ল্যাংকাস্টার ইউনিভার্সিটির সাথে বাংলাদেশী প্রতিষ্ঠান দ্বীপ উন্নয়ন সংস্থা (ডিইউএস), প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন(পপি), ব্র্যাক বিশ্ববিদ্যালয়, মানবমুক্তি সংস্থা (এমএমএস), সেন্টার ফর পার্টিসিপেটরী রির্সাচ এ্যান্ড ডেভোলপমেন্ট (সিপিআরডি), এবং সুশীলন যুক্ত রয়েছে। দেশের বৃহত্তর ভৌগোলিক বৈশিষ্ট্য বিবেচনা করে পর্যায়ক্রমে লক্ষ¥ীপুর, খুলনা, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। সব শেষে ঢাকায় জাতীয় পর্যায়ের একটি কর্মশালায় আঞ্চলিক বক্তব্যগুলো তুলে ধরা হবে।