রবিবার, ০৫ মে ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন

খালেদা জিয়ার বিদেশে যাওয়ার অনুমতি প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে : এমপি হারুন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় সোমবার, ২২ নভেম্বর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, আজকে প্রধানমন্ত্রীর ইচ্ছার ওপর নির্ভর করছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা অনুমতি পাওয়া না পাওয়া। খালেদা জিয়া মুক্তি পেলে সমস্ত বিরোধী দল ও মানুষের মধ্যে যে উদ্দাম সৃষ্টি হবে তা দমন করার জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দিচ্ছে না। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে দলীয় সংসদ সদস্যরা এই মানববন্ধন করেন।
হারুন বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এই পর্যন্ত ৩০ জনেরও বেশি ফাঁসির দ-প্রাপ্ত আসামির সাজা মওকুফ করেছে। লক্ষীপুরের খুনের আসামিদের সাজা মওকুফ করেছে সরকার। নাটোরের কামাল হত্যার আসামিদের সাজা মওকুফ করেছে এই সরকার। আজকে দেশে আইনের শাসন থাকলে খালেদা জিয়ার জামিন হতো। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার অনুমতি দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এর ব্যতিক্রম কোনো কিছুই আমরা মানবো না, মানবো না। খালেদা জিয়ার মুক্তি না দিলে আমরা (বিএনপি) সংসদ সদস্যরা থাকবো কি থাকবো না তা চিন্তাভাবনা করবো। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএনপির সংসদ সদস্য জিএম সিরাজ, ব্যারিস্টার রুমিন ফারহানা, উকিল আব্দুস সাত্তার, আমিনুল ইসলাম ও মোশাররফ হোসেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com