শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন

মেলান্দহে ইউপি নির্বাচন ॥ নৌকার বিজয় ॥ ৩ কেন্দ্র স্থগিত

ফজলুল করিম মেলান্দহ (জামালপুর) :
  • আপডেট সময় সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

জামালপুরের মেলান্দহে বিছিন্ন ঘটনার মধ্যদিয়ে তৃতীয় ধাপের নির্বাচন ২৮ নভেম্বর সম্পন্ন হয়েছে। নির্বাচনে সকাল ৯টার দিকে ব্যালট পেপার, সিল-প্যাড ছিনতাইয়ের ঘটনায় চরবানিপাকুরিয়া ইউনিয়নের মধ্যেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং সকাল ১০টার দিকে নয়ানগর ইউয়িনের বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। অপরদিকে দুপুর ১টার দিকে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় কুলিয়া ইউনিয়নের মর্জিনিয়া হাফেজিয়া মাদ্রাসা মেম্বার প্রার্থী আবুল হাশেম এবং আবু হোরায়রা সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃংখলা বাহিনী কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। এক ঘন্টার পর পুলিশ-বিজিবি এবং স্থানীয়দের সহায়তায় ব্যালট বাক্স উদ্ধার করা হলেও, ভোট গ্রহণ স্থগিত থাকে। বিকেল ৩টার দিকে তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে টিউবওয়েল প্রার্থীর সমর্থকরা ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টায় হট্রগোল করে। ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, বিজিবি এবং ম্যাজিস্ট্রেট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় ৫রাউন্ড রাবার বুলেট ছুড়ার কথা নিশ্চিত করেছেন-কর্তব্য রত পুলিশ টিপু সুলতান। বিক্ষিপ্ত সংঘর্ষেকমপক্ষে ২০/২৫ জন আহত খবর পাওয়া গেছে। নাংলা ইউপি’র চারাইলদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপে কমপক্ষে ৫জন আহত হয়। পরে বিক্ষোব্ধজনতা উপজেলা পরিষদ ও নির্বাচন অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে। ঝাউগড়া ইউনিয়নের কাপাশহাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলাফল ঘোষনার পরপর দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃংখলা বাহিনী রাবার বুলেট ছুড়ে। এ ঘটনায় রাতেই তোতা নামে একজনকে ৩বছরের কারাদন্ডাদেশ প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম এবং অফিসার ইনচার্জ মায়নুল ইসলাম জানান-রাবার বুলেট ছুড়ার সংখ্যার হিসেব এখনো হাতে আসেনি। নির্বাচনে নৌকা বিজয়ী হলেন যারা: মেলান্দহ ইউপি নির্বাচনে নৌকা মার্কা জয়ী হয়েছেন। বিজয়ী চেয়ারম্যানরা হলেন-দুরমুঠের সৈয়দ খালেকুজ্জামান জুবেরি, কুলিয়ার আ: সালাম, মাহমুদপুরে মোহাম্মদ আলী জিন্নাহ, নাংলার আলহাজ কিসমত পাশা, নয়ানগররের সফিউল আলম শাহাব উদ্দিন, চরবানিপাকুরিয়ার শাহাদাত হোসেন ভুট্রো, ঘোষেরপাড়ার সাইদুর রহমান লিটু, ঝাউগড়ার আঞ্জুমানোয়ারা ফারুক, শ্যামপুরের এস.এম. সায়েদুর রহমান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com