শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::

কামাল তামান্নার ‘টাকা পয়সা শূন্য’

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

ট্যাক্সি ড্রাইভার কালাম হঠাৎ একদিন তার গাড়িতে ব্যাগ ভর্তি টাকা পায়। টাকা পাওয়ার পর কালামের আচরণ মুহূর্তেই পালতে যায়। সবার সাথেই খারাপ আচরণ করতে থাকে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পাওয়ার উন্মাদনায় খারাপ কাজ করতেও দ্বিধাবোধ করে না সে। তার এই পরিবর্তন আশেপাশের ভাড়াটিয়ারা লক্ষ্য করে। হঠাৎ একদিন বাড়িওয়ালার টাকা চুরি হয়। ভাড়াটিয়াদের সন্দেহে থাকা কালামের উপর চুরির অভিযোগ পড়ে। পুলিশ যখন কালামকে ধরে নিয়ে যায় ঠিক তখনই সেই টাকার সত্যিকারের মালিক এসে হাজির হয়। কালাম বুঝতে পারে টাকা পয়সা মানুষের জীবনে দরকার কিন্তু অতিরিক্ত টাকা পয়সা মানুষের চারিত্রিক, সামাজিক অবক্ষয় ঘটায়। এক কথায় অতিরিক্ত সবকিছুই মানুষের জীবনের জন্য ক্ষতিকর বা তাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। এমনই গল্পে নির্মিত হলো নাটক ‘টাকা পয়সা শূন্য’।
রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে। নাটকটি নির্মাণ করেছেন জুয়েল শরীফ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হেদায়েত তুর্কি, কামাল , তামান্না সরকার, মৌমিতা, জিদান, রকি খাঁন, রেশমী, শতদল বড়ুয়া বিলু, মাহিন , অরুপ কুন্ডু , মেহেদী, লবন্য, রিংকু প্রমুখ। নির্মাতা বলেন, ডিউড্রপস স্টুডিও নতুন করে বেশ কিছু নাটক এবং বিজ্ঞাপনের কাজ হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় আমি প্রথম এই নাটকটি নির্মাণ করেছি ৷ প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম নাটকের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে ৷




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com