শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::

স্পর্শিয়ার নতুন অধ্যায়

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

ক্যারিয়ারের একযুগ পার করেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। গত ৮ ডিসেম্বর ছিল এই মিষ্টি অভিনেত্রীর ২৮ তম জন্মদিন। এদিন দুপুরে তিনি জীবনের নতুন অধ্যায়ের খবরটি জানাতে গণমাধ্যমকে ডেকে নেন রাজধানীর অদূরে আশুলিয়ার দ্য মার্কেট প্লেসে। স্পর্শিয়া জানান, ‘টাচ বাই স্পর্শিয়া’ নামের একটি ই-কমার্স সাইট চালু করেছেন তিনি। নারীদের পোশাক থাকছে এই অনলাইন প্ল্যাটফর্মে। মূলত, শাড়ি। তবে সঙ্গে থাকছে নারীদের অন্য সব পোশাকও।
স্পর্শিয়া বলেন, ‘জীবনের নতুন চ্যাপ্টার শুরু করলাম আজ থেকে। এজন্য বেছে নিয়েছি আমার জন্মদিনকে। আশা করছি আমার এই নতুন পথচলায় আপনাদের দোয়া ও সহযোগিতা থাকবে।’
এদিকে প্রশ্ন উঠেছে ই-কমার্স নিয়েও। এরই মধ্যে বেশ ক’জন তারকাকে নিয়ে বিতর্ক উঠেছে। জেলেও গেছেন কেউ কেউ। সেই ই-কমার্স বিজনেসে এবার তিনি নিজেও যুক্ত হলেন। এ প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘ডেফিনেটলি আমরা যা করছি সবই শতভাগ স্বচ্ছতার সঙ্গে হচ্ছে। আমার টিম এ বিষয়ে একেবারেই সচেতন। নিয়মের বাইরে, অতি লোভে আমরা কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। তারচেয়ে বড় বিষয়, আমাদের এই উদ্যোগের অন্যতম টার্গেট অবহেলিত শিশুদের পাশে দাঁড়ানো। এখানে বাণিজ্য খুব একটা মুখ্য নয়।’ ‘জীবনের নতুন অধ্যায়’ প্রসঙ্গে অনেকেই ধরে নেন বিয়ে! সেটির আপডেটও জানালেন ‘কাঠবিড়ালী’ অভিনেত্রী। জানান, বিয়ে তিনি করতে চান ঠিক ৩০ বছর বয়সে। মায়ের কাছ থেকে এজন্য দুই বছর সময় নিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com