শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন

ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড ৫৬১১ জন, মৃত ১৪০

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ মে, ২০২০

আবারও একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড দেখল ভারত। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ৫ হাজার ৬১১ জনের শরীরে ধরা পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস, মারা গেছেন আরও ১৪০ জন।

বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৭৫০ জন। মারা গেছেন মোট ৩ হাজার ৩০৩ জন।

এদিন ভারতে করোনাভাইরাসে আক্রান্তদের সুস্থ হওয়ার হার বেড়ে দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৬২ শতাংশ। দেশটিতে এ পর্যন্ত মোট ৪২ হাজার ২৯৮ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

ভারতে করোনা সংক্রমণের ক্ষেত্রে মহারাষ্ট্রের পর সর্বোচ্চ আক্রান্ত এখন তামিলনাড়ুতে। মঙ্গলবার রাজ্যটিতে ৬৮৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৪৮ জন। এছাড়া গুজরাটে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৪০ জন।

দেশটির সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে ঘরে ফেরা অভিবাসী শ্রমিকদের ভেতর বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে অন্তত ৫০ জন শ্রমিক করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় পাঁচ হাজার।

সূত্র: এনডিটিভি

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com