শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::

অপসংস্কৃতিকে মূলোৎপাটন করতে শিল্প, সাহিত্য, সংস্কৃতির চর্চা বাড়াতে হবে

সীতাকুণ্ড প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

কোন একটি জনপদে যখন শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চা কমে যাবে তখন সেই জনপদে অপসংস্কৃতি মাথা চাড়া দিয়ে ওঠে। শিল্প, সাহিত্য, শুদ্ধ সংস্কৃতি তখন ছাপা পড়ে যায়। সমাজকে গুণে ধরে। আজকের সমাজে মাদক, ইভটিজিংসহ নানা ধরণের সামাজিক অপরাধ ঝেঁকে বসেছে। যুব সমাজ মাদকের করাল গ্রাসে ধ্বংস হচ্ছে। এর প্রভাব পড়ছে সমাজের উপর। এসবকে মূলোৎপাটন করতে হলে জনপদে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। তাহলেই একটি জনপদ সুস্থ ধারায় অগ্রসর হবে। ১৮ ডিসেম্বর শনিবার রাতে সীতাকু-স্থ এল কে সিদ্দিকী স্কয়ারে বারামখানা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী ও ভয়েজ অব সীতাকু-ের ফাইনাল রাউন্ডে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরও বলেন, বারামখানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যে আয়োজনটি করেছে তা সীতাকু-কে সাংস্কৃতিক অঙ্গনে আরও সমৃদ্ধ করবে। এর মধ্য দিয়ে সীতাকু-ের সাংস্কৃতিক আন্দোলন আরও বেশি বেগবান হবে। উপজেলা পর্যায়ে শিল্পীদের এমন প্রতিযোগিতা সীতাকু-ের ভাবমূর্তি বাড়িয়ে জাতীয় পর্যায়ে এ উপজেলাকে তুলে ধরবে। অনুষ্ঠানে বক্তারা বারামখানার পথ ধরে অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ সংস্কৃতির চর্চা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ, বাড়বকু- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ শাহ আলম, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও ভয়েজ অব সীতাকু-’র বিচারক সুরাইয়া বাকের, প্রদীপ ভট্টাচার্য, অরিন্দম চক্রবর্তী, ইপসা’র প্রধান নির্বাহী আরিফুর রহমান। বারামখানা’র সভাপতি ইকবাল হোসেন টিপু’র সভাপতিত্বে ও সংগঠনের সদস্য পাতা দে বৃষ্টি’র সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইপসার পরিচালক (অর্থ) পলাশ চৌধুরী, কথা সাহিত্যিক বাবু দেবাশীষ ভট্টাচার্য, সমাজসেবক হাজী ইউসুফ শাহ, সংস্কৃতি কর্মী শামীমা লাভলী, বারামখানার প্রতিষ্ঠাকালীন সভাপতি মুন্নি সেন, সংগঠনটির সাধারণ সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী দীপ্ত, ভয়েস অব সীতাকু- টিমের আহব্বায়ক হারুন উর রশিদ, সদস্যসচিব গোলাম সাদেক, সদস্য-প্রিতম সোম, শেফালি দেবি, রিক্তা দেবি, শিউলি, ঐশি, দেবিকা, শ্রাবন্তী,অন্তর, বিকাশ, প্রনব, শান্তা দাশ প্রমুখ। ভয়েজ অব সীতাকু-’র ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হয় মালিহা ইবনাত। ১ম রানার্স আপ হয় অহনা চৌধুরী ও ২য় রানার্স আপ হয় সুষ্মিতা রায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com